সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে হবিগঞ্জে বামজোটের বিক্ষোভ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 23 December 2023

সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে হবিগঞ্জে বামজোটের বিক্ষোভ

Link Copied!

সভা-সমাবেশের উপর নির্বাচন কমিশনের সংবিধান বিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে হবিগঞ্জ বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২২ডিসেম্বর) দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জোটের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেধে এ কর্মসূচী পালন করে।

শহরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে খোয়াই মুখ পয়েন্টের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদের সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আজমান আহমেদ, বাসদ নেতা কমরেড অ্যাডভোকেট জিলু মিয়া, কমরেড ফয়সল আহমেদ, কমরেড লোকমান আহমেদ তালুকদার, কমরেড এআরসি কাওসার, সিপিবি নেতা কমরেড আলী হোসেন প্রমূখ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়