সভাপতি মাহবুবুর রহমান সানি ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদার নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক লীগের মিছিলে মুখরিত হবিগঞ্জ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 26 November 2020
আজকের সর্বশেষ সবখবর

সভাপতি মাহবুবুর রহমান সানি ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদার নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক লীগের মিছিলে মুখরিত হবিগঞ্জ

অনলাইন এডিটর
November 26, 2020 2:03 pm
Link Copied!

ছবি: পৌর স্বেচ্ছাসেবক লীগের মিছিলে মুখরিত হবিগঞ্জ

 

স্টাফ রিপোর্টার : অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান সংকট মোকাবেলায় পদক্ষেপ বৃদ্ধির লক্ষ্যে ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স (এএমআর)-এর কো-চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্ভুক্ত করায় আনন্দ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হবিগঞ্জ পৌর শাখা।

মিছিলটি গতকাল বুধবার সকাল ১১টায় রামকৃষ্ণ মিশনের সামন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। এ সময় আনন্দ মিছিল শেষে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবুর রহমান সানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ, সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক প্রকোশলী সুশান্ত দাস গুপ্ত, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আওয়াল দুদু, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মোঃ আব্দুর রউফ, আব্দুল কুদ্দুস দুলাই, আহসানুল হক সুজা, জেলার সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, মোস্তফা কামাল, জেলা নেতা বাবুল চৌধুরী, হোসেন আহমদ লিটন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি পদাংক পাল চৌধুরী, রফিক চৌধুরী, আবুবক্কর সিদ্দিকী রাহুল, মোঃ খায়রুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার আহমেদ অপু, মোস্তাফিজুর রহমান মাসুক, দীপ্ত বণিক, নাছির জাহান, আনন্দ, হাসান সৌরভ, শাহরিয়ার ইমন, আক্তার আহমেদ, মোস্তফা হাসান ফাতিন, আশরাফুর রহমান বন্ধন, রানা, নয়ন, হৃদয় প্রমুখ।

সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান সানি বলেন, ‘দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র চলে আসছিলো। এরপর থেকে সব ধরণের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবার গুলি চালালে পাল্টা গুলি চলবে। আমরা গণতন্ত্রের চর্চা করতে চাই। আর কোন পরিবার তন্ত্রের চর্চা চলবে না।’

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান বলেন, ‘হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের নবাগত কমিটিকে অভিনন্দন। যেকোন ধরণের দুর্নীতি ও অপ-প্রচারকে প্রতিরোধ করতে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ তৎপর থাকবে।’