বিশেষ প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে আজ সভাপতি পদে এড.আবুল হাসেম মোল্লা মাসুম মনোনয়ন পত্র দাখিল করলেন। তিনি বর্তমানে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারন সম্পাদক। তিনি হবিগঞ্জ নারী ও শিশু আদালতের পিপি’র দায়িত্ব পালন করছেন।
এড.আবুল হাসেম মোল্লা মাসুম বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি এক সময় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাছাড়া তিনি হবিগঞ্জ জেলা যুবলীগের ও সভাপতি ছিলেন।
আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে তিনি আজ গণভবনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।