প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকায় ঈদ উপলক্ষে সন্ধান হবিগঞ্জ বনাম অভিযাত্রী এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে শেষ হয় ১-১ গোলে। বিরতির পর শুরু হয় ‘সন্ধান হবিগঞ্জ’র বাজিমাত। অবশেষে খেলা শেষ হয় সন্ধান-৭ এবং অভিযাত্রী-২ গোলে। সন্ধান এর পক্ষে গোল করেন কামরুল, নাজমুল, জুবায়ে, সুজন, জাবের ও সাইফুল।
ম্যান অফ দ্যা ম্যাচ হন জোবায়ের। সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সবাই ধন্যবাদ জ্ঞাপন করেন অভিযাত্রী’র উপদেষ্টা পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়জুর রহমান রবিন ও সন্ধান হবিগঞ্জ’র হামজা, ওয়াফি হাসান, রাহাত নাঈম স্বপ্নীল প্রমূখ কে।