ইয়াছিন তন্ময় ,মাধবপুর : মাধবপুরে আড়াই বছরের শিশু সন্তানকে বাসায় রেখে করোনা ভাইরাস প্রতিরোধে দিন-রাত পরিশ্রম করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনূভা নাশতারান। সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য তার কার্যক্রম সাধারণ মানুষের নজর কেড়েছে। করোনা ভাইরাস সংকটের মধ্যে দেশে চলছে লকডাউন আর তাই অধিকাংশ মানুষ হয়ে পরেছে কর্মহারা,আর সেইসব মানুষের জীবন বাঁচাতে ঘরে ঘরে ত্রান পৌছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন,মাধবপুরের ইউএনও তাসনুভা নাসতারান।

ছবি : এক অসহায় পবিরারের বাড়িতে মাধবপুরের ইউএনও তাসনূভা নাশতারান !
উপজেলার অনেক অসহায় উনাকে মা বলেও সম্ভোধন করেছেন। করোনার এই ভয়াবহ পরিস্থিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছেন তিনি। তার আড়াই বছর ও পাঁচ বছরের শিশু সন্তান কে বাসায় রেখে মাধবপুরের প্রতিটি ইউনিয়নে ঘুরছেন। এতে তিনি নিজেও আনন্দিত। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও দেখভাল করছেন তিনি। প্রায় সময়ই হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ভাবে সহায়তা করছেন এই ইউএনও। নজর রাখছেন প্রতিটি করোনা আক্রান্ত রোগীর। মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের সব বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনসমাগম এড়ানোর জন্য যে জায়গা থেকে যখনই মোবাইল আসছে তাৎক্ষণিকভাবে তিনি ব্যবস্থা গ্রহণ করছেন। কখনও তিনি নিজে জায়গায় উপস্থিত হচ্ছেন, তা না হলে দ্রুত পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করছেন। জনসাধারনের জরুরী সেবার জন্য সরকারী নাম্বারের পাশাপাশি তার ব্যাক্তিগত নাম্বার চব্বিশ ঘণ্টা খোলা রেখেছেন এবং সাধারণ মানুষ যে কোন বিষয়ে তার সাথে যোগাযোগ করলে তিনি হাসি মুখে সেবা দিয়ে থাকেন।
দৈনিক আমার হবিগঞ্জের সাথে কথা হলে ইউএনও তাসনুভা নাসতারান বলেন, চাকুরিতে যোগদান করার সময় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য শপথ নিয়েছি এবং মানুষের সেবার মধ্যেই আমি মনে শান্তি পাই। বাসায় আমার দুই জন সন্তান আছে একজন আড়াই বছর আর একজন পাঁচ বছর। কিন্তু সন্তান ও পরিবার কে নিয়ে আমি এখন ভাবছি না। দিন রাত মাধবপুরের মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। মাধবপুরের মানুষ ভাল থাকলে আমি ভাল থাকব|