স্টাফ রিপোর্টার : নবজাতক সন্তানের পিতৃ পরিচয়ের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় কিশোরী জুঁই। বিচারের নামে প্রহসন করে কিশোরীর স্বামী এবং ও তার সহযোগীদের নামমাত্র বিচারের পায়তারার প্রক্রিয়ায় আটকে আছে নবজাতকের পিতৃপরিচয়। ন্যায় বিচার পেতে আদালতে মামলা করেন কিশোরী জুঁই। তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত যুবক সোহাস (৩০)। নির্যাতিত কিশোরী জুঁই জানান, কোলের দু’মাস বয়সী শিশু আয়ান। অবুঝ এই পুত্র শিশুটি মায়ের কোলে আশ্রয় পেলেও এখনো তার পিতৃপরিচয় মেলেনি। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে ঘটনাটি ঘটেছে।
পৈতৃক নিবাস নোয়াবাদ হলেও জীবিকার তাগিদে কিশোরী জুঁই বসবাস করতেন হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুর গ্রামে। নির্যাতিত কিশোরী জুঁইর সাথে পরিচয় হয় হবিগঞ্জ পৌর এলাকার সুলতান মাহমুদপুর (বর্তমান অনন্তপুর) এলাকার বাসিন্দা মৃত আব্দুল মন্নানের পুত্র রাজমিস্ত্রি সোহাস মিয়ার। নিজের ফায়দা হাসিলের পরে গা-ঢাকা দেয় সে। জুঁই বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সে নানা ভাবে এড়িয়ে যায় তাকে। পরে অন্তঃসত্ত¡া হয়ে ওঠে জুঁই।
বিষয়টি সোহাস অবগত হলে শুরু হয় জুঁইকে ম্যানেজ করার চেষ্টা। গর্ভের অনাগত সন্তান নষ্ট করতে কৌশলে তাকে নিয়ে যায় স্থানীয় কোরেশনগর আল-ফালাহ ডায়াগনষ্টিক সেন্টারে। কিন্তু পরিস্থিতি আঁচ করতে পেরে সেখান থেকে পালিয়ে আসে জুঁই। অনাগত সন্তানের ভবিষ্যত পরিচয়ের আশায় দ্বারে দ্বারে ঘুরে অবশেষে বাধ্য হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

ছবি : অভিযুক্ত সোহাসের ফাইল ছবি
পিবিআই মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা উপস্থাপন করে সোহাসের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে আদালত অভিযুক্ত সোহাস মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তবে গ্রেফতারী পরোয়ানা থাকলেও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন সোহাস। দৈনিক আমার হবিগঞ্জকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ভুক্তভোগী জুঁই আক্তার বলেন, ‘সোহাস আমার বেঁচে থাকার সম্বল কেড়ে নিয়েছিলো। আমার সন্তান আমার আবার বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। আমি আর কিছুই চাই না। শুধু আমার সন্তানের পিতৃপরিচয় চাই’।
অভিযুক্ত সোহাস মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, শুধু গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীই নয়, যেকোন অপরাধীর তথ্য পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করে আদালতের কাছে সোপর্দ করা হবে।