হবিগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলকারী শিক্ষার্থীরা ৮ দফা দাবি প্রণয়ন করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক লিখিত দাবি তুলে দেন তারা।
লিখিত ৮ দফা দাবিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন যাবত হাসপাতালের অচলাবস্থা ঠিক করতে শিক্ষার্থীরা প্রতিটি ওয়ার্ডের রোগী, নার্স, কর্মচারী এবং চিকিৎসকদের সাথে আলাপের প্রেক্ষিতে দাবি সমূহ ঠিক করা, হাসপাতালের প্রতিটি জায়গা পরিষ্কার এবং দূর্গন্ধমুক্ত রাখা, চিকিৎসকদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা,বহিবির্ভাগ ও টেস্টের সময়সূচি বাড়াতে হবে । অন্যদিকে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি অবিলম্বে মেরামত করা,একটি কার্যকরী ব্লাডব্যাংক গঠন করে ব্লাড সংরক্ষণের ব্যাবস্থা করা এবং সরকারি ঔষধপত্র যেন রোগীদের হাতে পৌঁছাতে বাধা না থাকে, রোগীদের হয়রানি বন্ধ করতে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ এবং নিরাপত্তা জোরদার করতে হবে বলে দাবিতে উল্লেখ করা হয়।
আমরা দেখেছি যখন বহির্বিভাগের চিকিৎসকগন প্রেসক্রিপশন লিখেন তখন ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টিটিভ দাঁড়িয়ে থাকে এবং বেশিরভাগ সময় চিকিৎসক সরকারি ঔষুধের অপর্যাপ্ততার কথা বলে বিভিন্ন কোম্পানির ঔষুধ লেখেন। এই সমস্ত হয়রানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে হবে। হাসপাতালে রোগী, কর্মচারী এবং চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। পুরাতন হস্তক্ষেপকারীদের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীর সহিযোগিতায় হাসপাতালকে দালাল মুক্ত করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
রোগীদের খাবারের মান উন্নয়ন এবং শিশু ওয়ার্ডে শিশুখাদ্য নিশ্চিত করতো সার্বক্ষণিক তদারকির জন্য একটি টিম গঠন করতে হবে।