স্টাফ রিপোর্টার ॥ সাজা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের সাথে সখ্যতা থাকার ঘটনায় হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলীর বিরুদ্ধে ‘আইজিপি কমপ্লেইন সেলে’ দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন,হবিগঞ্জ।
পিবিআই পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার স্বাক্ষরিত এক তদন্ত নোটিশে এ তথ্য জানা যায়। এর আগে গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি কমপ্লেইন সেলে ওসি মাসুক আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাংবাদিক তারেক হাবিব।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে আন্তঃজেলা চোরাই চক্রের গ্রেফতারী পরোয়ানাভুক্ত এবং আদালত থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের নিয়ে একই মঞ্চে সমাবেশ করেন হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী। ওই দিন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।
দৈনিক আমার হবিগঞ্জ এর হাতে আসা পুরো ৪৫ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওর একাধিক স্থিরচিত্র পর্যালোচনা করে এদেরকে একই মঞ্চে একসাথে পাশাপাশি বসতে দেখা যায়। শুধু একই মঞ্চে আসামীরা বসেননি, দিয়েছেন বক্তব্যও। আদালতের নির্দেশে আসামীদের গ্রেফতার না করে উল্টো তাদের নিয়ে একই মঞ্চে দীর্ঘক্ষণ পাশাপাশি বসার বিষয়টি রীতিমত কৌতূহল সৃষ্টি করে সচেতন মহলকে।
কেউ কেউ বলেন আসামীদের সাথে নিয়ে একই মঞ্চে দীর্ঘক্ষণ পাশাপাশি বসে সভা পালন করে আদালতের নির্দেশ অমান্য করেছেন ওসি। যা ফৌজদারি কার্যবিধির ষষ্ঠ অধ্যায়ের খ-উপ-অধ্যায়ের (ধারা ৭৫-৮৬) অমান্য করার শামিল।
বিষয়টি তাৎক্ষনিক হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিলেট রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্যদের অবগত করা হয়।
অভিযোগকারী সাংবাদিক তারেক হাবিব জানান, ওসির বিরুদ্ধে অভিযোগ দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে যে কোন ভাবে হয়রানি করা হতে পারে। ইতোমধ্যে আমাকে একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। রাস্তাঘাটে আমার উপর হামলা চালানো হয়েছে। আমি বিষয়টির সুষ্ঠু প্রতিকার চাই । যেহেতু পিবিআই বিষয়টির তদন্ত করছে আশা করছি আমি ন্যায় বিচার পাবো।
পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার জানান, ‘অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়’।