সদর থানার ওসি গোলাম মর্তুজার সাথে হবিগঞ্জ জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 26 April 2022
আজকের সর্বশেষ সবখবর

সদর থানার ওসি গোলাম মর্তুজার সাথে হবিগঞ্জ জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

হবিগঞ্জ সদর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৬এপ্রিল) হবিগঞ্জ সদর থানায় এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী, যুগ্ম-সাধারন সম্পাদক আতাউর রহমান ইমরান, এম.এ রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম সাব্বর, নির্বাহী সদস্য জালাল উদ্দিন লস্কর ও শুভ দাশ গুপ্ত।

সাক্ষাৎকালে হবিগঞ্জ শহরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় নবনিযুক্ত অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ঘটনার তথ্য প্রদানে হবিগঞ্জ সদর থানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সহযোগিতা করবে বলে তিনি জানান। সময় হবিগঞ্জ জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ পেশাগত কাজে অপরাদের তথ্য প্রদান করে পুলিশকে সহযোগিতার আশ্বাস প্রদান এবং একই সাথে সংবাদ পরিবেশনে পুলিশের সহযোগিতা কামনা করেন।