হবিগঞ্জ সদর উপজেলার সেটেলমেন্ট অফিসে আর এস পর্চা বিতরণে বেআইনিভাবে সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুন টাকা নিয়ে বাণিজ্য করে চলছেন ওই অফিসের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীরা।
পর্চা বাণিজ্যে জড়িত এ চক্রটি সরকার নির্ধারিত ১ শত টাকা মূল্যের আর এস পর্চা ২ শত টাকায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গ্রামের সহজ সরল ভূমি মালিকদের সরলতার সুযোগ নিয়ে প্রকৃত মূল্য গোপন করে নানাবিধ ও খরচের অজুহাত দেখিয়ে প্রতারণা করে চলছে দিনের পর দিন।
অভিযোগ আছে, কেউ ন্যায্যমূল্যে পর্চা বিক্রয়ের দাবি জানালে এলাকায় পর্চা বিতরণ না করে অফিসে বিতরণ করে হয়রানি করা হবে বলে ভূমি মালিকদের কে ভয় দেখানো হয়। সরকারী খরচে সংশ্লিষ্ট মৌজায় প্রকাশনা ক্যাম্প করে পর্চা বিতরণ করা হলেও দুর্নীতিবাজ এসব কর্মচারীরা এলাকায় এসে পর্চা বিতরণ করার খরচ বাবদ বাড়তি টাকা দিতে হবে বলে অজুহাত দেখান।
এসব ব্যাপারে কেউ প্রতিবাদ করলে তাদের মুখ বন্ধ করতে স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র কে ব্যবহার করে কখনো ম্যানেজ না হলে ভয়-ভীতি প্রদর্শন করে মুখ বন্ধ করে রাখা হয়। অভিযোগ আছে খোদ সেটেলমেন্ট অফিসের পর্চা বিতরণ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারাই এ ঘটনায় জড়িত।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকালে হবিগঞ্জ সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের ব্যবস্থাপনায় বগুলা খাল মৌজায় প্রকাশনা ক্যাম্প করে পরচা বিতরন কালে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা টিমের সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায় প্রতিটি খতিয়ানের পর্চার মূল্য ২ শত টাকা করে নেয়া হচ্ছে।
এসময় পর্চা বিক্রয়ের দায়িত্বরত অফিস সহকারী সাদেক মিয়াকে অতিরিক্ত দামে পর্চা নেয়া হচ্ছে কেন এ প্রতিবেদকগণ জিজ্ঞেস করলে তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, তারা প্রতি পর্চা ২ শত টাকা নিচ্ছেন।
সরকারি ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে জানতে চাইলে ১শত টাকা নির্ধারিত আছে বলে তিনি উত্তর দেন তবে এ ব্যাপারে তার সিনিয়ররা আরও ভাল বলতে পারবেন বলে তিনি জানান।
হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মজনু জানান, তারা আমাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্য থেকে দ্বিগুণ টাকা আদায় করছেন এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
আরেক ভুমি মালিক বগুলা খাল মৌজার বাসিন্দা আব্দুস শহীদ জানান, আমি ৫টি খতিয়ানের পর্চা কিনে এনেছি। আমার কাছ থেকে ১ হাজার টাকা রাখা হয়েছে। ৫০ টাকা কম রাখার অনুরোধ করলে তারা তাও মানেন নি, আমরা তো বড় মুসিবতে আছি ।
উল্লেখ্য, ২০১৫ সালে ভূমি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুযায়ী প্রতি খতিয়ানের আরএস পর্চার চুড়ান্ত কপি একশত টাকা মূল্য নির্ধারণ করা হয়। মৌজা ম্যাপ এর মূল্য নির্ধারিত হয় পাঁচশত টাকা।
হবিগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ ও সার্টিফিকেট শাখার সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান জানান, সেটেলমেন্ট অফিসের বাইরে আইনানুগভাবে ক্যাম্প করে পর্চা বিতরণ করা হলে সেক্ষেত্রে এ সংক্রান্ত খরচ সরকার বহন করে। এ অজুহাতে ভূমি মালিকদের নিকট থেকে বাড়তি টাকা নেয়ার সুযোগ নেই।
এ ব্যাপারে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার ওবায়দুর রহমানের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করলে তিনি জানান, সরকারি ফি ১শত টাকা , যদি তারা অতিরিক্ত টাকা নিয়ে থাকেন তাহলে আমি ব্যবস্থা নেব।
হবিগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জির সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি এ বিষয়ে আপনাদের মাধ্যমে অবগত হয়েছি দ্রুত ব্যবস্থা নেব।
উল্রেখ্য,২০১৫ সালে ভূমি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুযায়ী প্রতি খতিয়ানের আরএস পর্চার চুড়ান্ত কপি ১শ টাকা মূল্যে নির্ধারণ করা হয়। মৌজা ম্যাপের মূল্য নির্ধারিত হয় ৫শ টাকা ।