স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে আইন- শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। পুরো উপজেলা জুড়ে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছুরি, ছিনতাই, খুন, লুটপাট, জায়গা দখল বাণিজ্যর মতো ঘটনা নৈমিত্তিক হয়ে উঠেছে। এ অবস্থায় জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে স্থানীয় সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার সাধারন মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ গত তিন মাসে অবনতি হয়েছে সবচেয়ে বেশী।
গত ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে শহরের ঝিলপাড় এলাকায় জলি হালদার নামে এক শিক্ষিকাকে ছুরিকাঘাত করে স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই শিক্ষিকা গুরুতর আহত হন। ছিনতাইয়ের শিকার শিক্ষিকা জলি হালদার শহরের পুরানমুন্সেফী কোয়ার্টার এলাকার বিপ্লব রায়ের স্ত্রী ও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
গত ১১ মার্চ বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় শহরের শ্যামলী বাগানবাড়ি এলাকা থেকে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হয় কেউ তাকে হত্যা করে ফেলে রাখে ওই স্থানে। এর কিছুদিন আগে শহরের রাজনগর বৃন্দাবন কলেজ রোডে মিঃ বার্গার নামে ফাস্ট ফুডের দোকানে একদল কিশোর গ্যাং ভেতরে প্রবেশ করে এক কিশোরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। এভাবে প্রতিনিদন শহরের প্রতিটি পাড়া-মহল্লায় চুরি-ছিনতাই বেড়েই চলছে। গত ২৮ মার্চ চিরাকান্দি বাগানবাড়ি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসের সামন থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ২ লাখ টাকা মুল্যের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার হবিগঞ্জ শহরে দিনে-দুপুরে শাওলিন আক্তার নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, চুরি-ছিনতাইয়ের উপদ্রব বাড়লেও বাড়েনি হবিগঞ্জ সদর থানা পুলিশের তৎপরতা। হবিগঞ্জ আদালতে কর্মরত এক আইনজীবি জানান, প্রতিদিন শহরের কোন না কোন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেই চলছে। তবে এত কিছু হলেও পুলিশের ভুমিকায় অসন্তুষ্ঠ সাধারণ মানুষ। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, আইন- শৃঙ্খলা যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। চুরি-ছিনতাই আগের থেকে অনেকটা কমেছে।