সদর উপজেলার পইলে সিরিয়াল দ্বন্দ্বে অসুস্থ শিশুর গাড়িতে মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 8 April 2022
আজকের সর্বশেষ সবখবর

সদর উপজেলার পইলে সিরিয়াল দ্বন্দ্বে অসুস্থ শিশুর গাড়িতে মৃত্যু

এম এ রাজা
April 8, 2022 9:40 am
Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার এলাকায় লাইনম্যান টমটম আটকে দেয়ায় মারা গেছে সাবিহা আক্তার নামে সাড়ে ৩ মাসের এক অসুস্থ শিশু। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিরিয়ালের নামে টমটম আটকে দেয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে।

জানা যায়, সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী সোহেল মিয়ার কন্যা সাবিহা আক্তার সকালে অসুস্থ অবস্থায় একটি টমটম দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আসার পথে রওনা হলে টমটমটি পইল নতুন বাজার এলাকায় পৌছলে ওই সড়কের লাইনম্যান সিরিয়ালের নামে টমটমটিকে আধাঘন্টা আটকে দেয়।

এসময় তাদের অনুরোধ করলেও তা মানেনি। এভাবে আধঘন্টা অতিবাহিত হলে শিশু বাচ্চাটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। পরে অনেক দেনদরবার করার পর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, ওই সড়কে চলাচলরত টমটম এর লাইনম্যানের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন টমটম চালকরা। তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি যাত্রীদের সাথে খারাপ আচরণ করে।

এর আগেও গত ১৯ মার্চ নাজিরপুর গ্রামের জয়নার মিয়ার ছোট বোন রুনা আক্তার শহরের মুন জেনারেল হাসপাতাল থেকে সিজারে রোগী নিয়ে বাড়ি যাবার সময় তাকে মারধোর করে লাইনম্যান।

প্রায়ই তারা এরকম করায় ওই সড়কে চলাচলরত যাত্রীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যে কোন সময় এ নিয়ে সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার মোঃ মাসুক আলী বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে এখনো কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে’।