রায়হান উদ্দিন সুমন : হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজারে এক এনজিও নারী কর্মীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর মামলা দায়ের করা হয়েছে বখাটে মাহমুদ হোসেন মহরম আলীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করা হয়। এ মামলায় বখাটে মাহমুদ হোসেন মহরম আলীকে প্রধান আসামী এবং আরও ৩/৪জনকে অজ্ঞাত উল্লেখ করে আসামী করা হয়।
এদিকে, মামলা দায়ের করার পর নিজেকে রক্ষার্থে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছে সে। মহরম আলী হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের মৃত আমিনুর রশিদ ওরফে আঙ্গুর আলীর পুত্র ও স্থানীয় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
অনুসন্ধানে জানা যায়, মহরম আলী দীর্ঘদিন ধরে এলাকায় সুদ-ঘুষ, জুয়াসহ নানা প্রকার অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলো। শুধু মামলাই নয়, তাকে গ্রেফতার করে দ্রুত আইনের হাতে সোপর্দ করার দাবী জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, এলাকায় যত অবৈধ কার্যকালাপ আছে সব জায়গার তার পদচারণা। দল ও স্থানীয়তার ক্ষমতাকে পূজীঁ করে অবৈধ কর্মকান্ড সে চালিয়ে যায়। তবে শুধু তার বিরুদ্ধে মামলা দায়ের করলেই হবে না তার একাধিক সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনেও আওতায় আনার দাবী সর্ব মহলের।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে সত্যতা পেয়ে অভিযোগ আমলে নেয় পুলিশ। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শাস্তিযোগ্য অপরাধ থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে, আইনেও উর্ধ্বে কেউ নয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে জনৈক হিন্দু নারী এনজিও কর্মীর বাসায় টিন কেটে ঘরে প্রবেশ করে তাকে নারীর ধর্ষনের চেষ্টা চালায় বখাটে মহরম আলী,পরে ওই নারীর শোরচিৎকারে ধর্ষণে ব্যর্থ হয়ে ক্ষত- বিক্ষত করে তাকে।
এ ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ মজুমদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করেছেন।