হবিগঞ্জ সদর উপজেলার আষেড়া ফান্দ্রাইল গ্রামে বাউল গানের আসরে এক ব্যক্তি নিহত হয়। ওই চাঞ্চল্যকর ঘটনার এজাহারভুক্ত আরো এক আসামীকে গত বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম কাদিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ফান্দ্রাইল গ্রামের বাসিন্দা তাহের আলীর পুত্র নিলয় মিয়া (২৮) । সে ঘটনার পর থেকে পালিয়ে গিয়ে ওই এলাকায় আশ্রয় নিয়ে ছিল।
অভিযানে অংশ গ্রহণ করেন হবিগঞ্জ কোর্ট স্টেশন এর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য।
এর আগে গত ১৪ জানুয়ারি সিলেট জেলার জকিগঞ্জ ইচালিয়া গ্রাম থেকে বিজয় চৌধুরী (২২) নামের আরও এক আসামীকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেফতারকৃত ওই আসামী সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে ।
উল্লেখ্য ওই গ্রামের এক মসজিদের নাম পরিবর্তন করা নিয়ে সাইফুল ইসলাম ও সেফুল নামের দুই ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিপক্ষের লোকজনের ।পূর্ব বিরোধের জের ধরে গত ১০ জানুয়ারি মধ্যরাতে আষেরা গ্রামের পাঁচ পীরের মাজারে ওরশ চলাকালীন সময়ে বাউল গানের আসরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আফজাল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়। এই ঘটনায় এপর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।