প্রেস বিজ্ঞপ্তি : পরিকল্পনা কমিশনের সদস্য ও হবিগঞ্জ জেলার ত্রান কার্যক্রমের সমন্বয়ক সচিব জাকির হোসেন আকন্দ’র সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলা’র সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরীর ফোনে মতবিনিময় হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) বেলা ১১টায় এই ফোনালাপে সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব হবিগঞ্জ জেলার চিত্র তুলে ধরেন। এবং সংগঠনের গৃহিত কার্যক্রম ও পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। এসময় জাকির হোসেন আকন্দ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির কর্মকান্ডের সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংগঠনের সফলতা কামনা করেন। তিনি আরোও বলেন সংগঠনের মানবিক কর্মকান্ড অব্যহত রাখতে যথাসম্ভব সহযোগিতা করার ব্যবস্থা গ্রহন করবেন।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে ও সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ন স্থাপনায় জীবানুনাশক স্প্রে করা হয় এবং সচেতনতামূলক প্রচারপত্র ও ফেস্টুন সাটানো হয়। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (শুক্রবার) থেকে হবিগঞ্জের হাওরাঞ্চলে ব্যাপকভাবে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য বিশেষ কার্যক্রম চালু হচ্ছে ।