সকল নবজাতকের জন্য চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের বিশেষ উপহার ঘোষণা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 7 May 2020
আজকের সর্বশেষ সবখবর

সকল নবজাতকের জন্য চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের বিশেষ উপহার ঘোষণা

Link Copied!

স্টাফ রিপোর্টার॥ আগামী ৪ বছর হবিগঞ্জ সদর উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম গ্রহণ করা প্রতিটি শিশুকে বিশেষ উপহার প্রদানের ঘোষণা করেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এই বিশেষ ঘোষণা হবিগঞ্জ শহরবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।


এই ঘোষণার অংশ হিসেবে গতকাল (বুধবার) সকালে নিজ অর্থায়ণে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন মোতাচ্ছিরুল ইসলাম। পরে দুপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত খাদ্য সামগ্রী অত্র ইউনিয়নে গৃহবন্দি ও কর্মহীন মানুষের মাঝে উপহার হিসাবে পৌছে দেন। বিকালে একই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গৃহবন্দী, কর্মহীন মানুষের মাঝে মোতাচ্ছিরুল ইসলামকের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেন। এক পর্যায়ে খাদ্য সামগ্রী শেষ হয়ে যাওয়া তিনি উপস্থিত কিছু সংখ্যক মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করেন।

এ সময় ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু ও ইউনিয়ন সদস্যগণসহ হবিগঞ্জ শহরের মুরুব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এত অসাধারণ একটি উদ্যোগের তহবিলের যোগান কিভাবে হবে এই প্রশ্নের উত্তরে মোতাচ্ছিরুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতি মাসে প্রায় অর্ধ লক্ষ টাকার মত সম্মানীভাতা পাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বেতনের অর্ধেক অংশ এই খাতে ব্যয় করব।