নবীগঞ্জ উপজেলার ২ নং ইউনিয়নের বড় ভাখৈর গ্রাম গ্রামবাসীর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাবেক সংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনীনের প্রস্তুতি নিচ্ছে।
বুধবার ( ২৫অক্টোবর) ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নাজমুল হুসেন, আওয়ামীলীগের প্রবীন নেতা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মৃণাল কান্তি রায় প্রমূখ।
গ্রামবাসীর পক্ষ হতে বক্তাগণ গ্রামের উন্নয়নে কেয়া চৌধুরী ২ লক্ষ টাকা সরকারূী অর্থায়নের কথা স্বরণ করেন ও ধন্যবাদ জানান। এসময় কেয়া চৌধুরী বলেন, আপনারা দোয়া করবেন আমি যেন সদা জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আপনাদের সেবা দিতে পারি।