সংস্কারের অভাবে বিলুপ্তির পথে রতনপুর জমিদার বাড়ি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 19 May 2021
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারের অভাবে বিলুপ্তির পথে রতনপুর জমিদার বাড়ি

Link Copied!

অঞ্জন রায়,নবীগঞ্জ  :  কালের বিবর্তনে পুরাতন দেয়ালের পলেস্তারা উঠে গেছে। ধসে পড়েছে ছাদ-দেয়াল। তবুও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে আজও জানান দিচ্ছে ঐতিহ্যের ইতিকথা। মনে হয় যেন দেয়ালে কান পাতলে হয়তো শোনা যাবে প্রাসাদের ব্যস্ত কৃতকর্মের কথা। অথবা তাদের চলাচল থেকে সৃষ্ট পায়ের শব্দ। হাঁসি বা কান্নার আওয়াজ। অবহেলায়-অযত্নে ইতিহাসের পাতা থেকেও হারিয়ে যেতে বসেছে এমন একটি জমিদার বাড়ি।
নবীগঞ্জ উপজেলার ৬ং কুর্শি ইউনিয়নের রতনপুর  জমিদার বাড়ি। এলাকায় মানুষের কাছে বড়বাড়ি  বলেই পরিচিত। ভগ্নপ্রায় জমিদার বাড়ির বৃহৎ  অংশে এখনো বসবাস করছেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত  সুশীতল রায়সহ কয়েকটি পরিবার৷

ছবি : সংস্কার না করার কারণে নবীগঞ্জের রতনপুরের জমিদার বাড়ি আজ বিলুপ্তির পথে

জমিদারির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত  অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীতল রায় ও সুব্রত রায়সহ ৬ ভাই আলাদা আলাদা পরিবার নিয়ে বসবাস করেন৷
সুশীতল কুমার রায়ের  আদিপুরুষদের হাত ধরেই এই বাড়ির উৎপত্তি৷  ১৮৯৬ সালে তৎকালীন জমিদার কীর্তি চরণ  রায়  এই বাড়ির নির্মান করেন৷ রাজকিয় নির্মানশৈলীতে তৈরি বাড়িটি ছিল ঐতিহ্যের ধারক বাহক৷ এ বাড়িটির পাশ ঘেষে  অবস্থিত অমৃতকুন্ড বিলটিও জমিদারির অংশ হিসেবে ছিলো৷
প্রচলিত আছে, জমিদার কীর্তি চরণ রায় সহ তিনভাই ছিলেন৷ কীর্তি চরণ রায় পরিবারের বড় ছিলেন৷ কীর্তিচরণ রায় এই বাড়িটি নির্মাণ করায় বাড়িটির নাম বড়বাড়ি বলেই প্রচলন হয়৷ লোকমুখে বড় বাড়ি বলেই পরিচিতি লাভ করে।
জানা যায়, বাংলা ১৩০৬ সাল থেকে  প্রতি বছরই আড়ম্বরের সঙ্গে ঐতিহ্যবাহী দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এ বাড়িতে। স্বাধীনতা পরবর্তী সময়  বেশ কয়েক বছর পূজা বন্ধ থাকলেও আবার তা চালু হয়৷ ঐতিহ্যবাহী পূজা হিসেবে নবীগঞ্জ উপজেলায় সর্বজন পরিচিত বড়বাড়ির দূর্গাপূজা৷
সুশীতল রায়ের সাথে কথা বলে জানা যায়,  ঐতিহ্য সংরক্ষণে কার্যত গুরুত্বপূর্ণ কোন উদ্যোগ  এখন অবধি নেয়া হয় নি৷ তিনি বেশ কয়েকবার সরকার থেকে আবেদনের প্রেক্ষিতে ক্ষুদ্র পরিসরে  সংস্কারের জন্য অনুদান সরবরাহ করলেও তা সংস্কার কাজে খুব একটা ভূমিকা রাখে নি৷
তিনি আরো জানান, দেশের বিভিন্ন প্রান্থ থেকেই  এই নিদর্শনের খোঁজে দর্শনার্থীরা আসেন৷ কিন্তু দিনেদিনে ভগ্নপ্রায় এই নির্দশন এর  ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে৷
প্রায় ১২৫ বছরের পুরানো এই বাড়িটির অনেকাংশই এখন  বিলিন হওয়ার পথে৷ ২০১৬ সালে বাড়ির এক প্বার্শ অগ্নিকান্ডে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে।  বাকি এক প্বার্শ ঝুকিপূর্ণ  অবস্থাতেই কালের সাক্ষ্মী হয়ে  দাড়িঁয়ে আছে৷