সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মজিদ খানকে বানিয়াচং প্রেসক্লাবের শুভেচ্ছা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 January 2020

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মজিদ খানকে বানিয়াচং প্রেসক্লাবের শুভেচ্ছা

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :  হবিগঞ্জ-২ আসনের সাংসদ এ্যাডভোকেট আব্দুল মজিদ খান বেসরকারি বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব কমিটির সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বানিয়াচং উপজেলা প্রেসক্লাব এর সর্বস্তরের নেতৃবৃন্দ। শনিবার (১৮জানুয়ারি) রাত ৯ টায় এমপি আব্দুল মজিদ খানের বাসভবনে গিয়ে মাননীয় এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ডাঃ ইলিয়াছ একাডেমীর প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, সেক্রেটারী (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান খলিল।

প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক যুগভেরীর বানিয়াচং প্রতিনিধি আব্দুল হক মামুন, দৈনিক দেশজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দেওয়ান শোয়েব রাজা, দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া,দৈনিক তরঙ্গ পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু, দৈনিক সময়ের আলোর বানিয়াচং প্রতিনিধি আশিকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক প্রভাকর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া, ডেইলী বাংলাদেশ টুডে’র বানিয়াচং প্রতিনিধি আতাউর রহমান মিলন. সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম এর বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক খোয়াই পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সাহিদুর রহমান, সাংবাদিক দেলোয়ার হোসেন বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আল আমিন খান প্রমুখ।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়