হবিগঞ্জের মাধবপুরে ” মাধবপুর পৌরসভার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ধর্ম শিক্ষক ” শিরোনামে কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে ইসলাম ধর্ম শিক্ষক দেওয়া হয়েছে ওই স্কুলে।
রবিবার (২৯শে জানুয়ারি) সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা নাসরিন আক্তার জেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম মওলার লিখিত নির্দেশ পেয়ে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
উল্লেখ্য ওই স্কুলের ২২৮ জন শিক্ষার্থী ১৮০ জন মুসলিম কিন্তু কোন ইসলাম ধর্ম শিক্ষক ছিলেন না। ফলে মুসলিম শিক্ষার্থীরা ধর্ম শিক্ষা পাঠ থেকে বঞ্চিত হচ্ছিল।
অভিভাবকরা দীর্ঘদিন যাবত একজন ইসলাম ধর্ম শিক্ষকের জন্য দাবি করে আসলেও সদ্য নিয়োগপ্রাপ্ত একজন হিন্দু শিক্ষিকাকে ওই স্কুলের শুন্য পদে নিয়োগ দেওয়া হয়।
এ ব্যাপারে সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা শিক্ষা অফিসারের নজরে আসলে তিনি ইসলাম ধর্ম শিক্ষা পাঠের জন্য একজন মুসলিম শিক্ষক নিয়োগ দেন