ঢাকাবৃহস্পতিবার , ১ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

সংবাদের গুণগত দিক ধারণ করে অনেকদূর এগিয়ে যাবে বানিয়াচং মডেল প্রেসক্লাব- পিআইও

দৈনিক আমার হবিগঞ্জ
জুলাই ১, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং মডেল প্রেসক্লাব পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস। বৃহস্পতিবার (১লা জুলাই) দুপুর ১২টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ মডেল প্রেসক্লাবে নেতৃবৃন্দের আমন্ত্রণে তিনি আসেন। বেশ কিছু সময় তিনি অতিবাহিত করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সমাজ কিভাবে চলছে তা সঠিক লেখনীর মাধ্যমে ফুটে উঠে। সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করেন দেশবাসী। সংবাদের গুণগত দিক ধারণ করে মডেল প্রেসক্লাব অনেকদূর এগিয়ে যাবে এ আমার বিশ্বাস।

 

ছবি : বানিয়াচং মডেল প্রেসক্লাবের পরিদর্শন বহিতে স্বাক্ষর করছেন পিআইও মলয় কুমার দাশ

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সিনিয়র সদস্য ও আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর ও নির্বাহী সদস্য ইমতিয়াজ আহমেদ লিলু প্রমুখ।

Developed By The IT-Zone