প্রেস বিজ্ঞপ্তিঃ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় এখন পর্যন্ত যেসব সংবাদকর্মী ইতোমধ্যে সাময়িকভাবে ৬ মাসের জন্য নির্বাচিত হয়েছেন সবার আইডি কার্ড প্রস্তুত করা হয়েছে। আগামিকাল থেকে সন্ধ্যা ৬ টা থেকে ১০ টার মধ্যে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিস থেকে প্রদান করা হবে। সবাইকে স্ব স্ব আইডি কার্ড সংগ্রহ করার জন্য বলা হচ্ছে।
প্রথম ৬ মাস সবাইকে প্রশিক্ষণের আওতায় নিয়মিত এসাইনমেন্ট দেওয়া হবে। ৬ মাস শেষে দক্ষতা বিবেচনা করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
৫০০ এর মতো আবেদন থেকে আমরা ২০৩ জনকে ইন্টারভিউতে ঢেকেছিলাম। করোনা পরিস্থিতির কারনে অনেকেই সময় মতো ইন্টারভিউ দিতে আসেন নাই। যারা ইন্টারভিউ দিতে পারেন নাই; কিন্তু এখনো আগ্রহী তারা সিভি, এনআইডি বা বার্থ সার্টিফিকেট ও দুই কপি ছবি সহ দৈনিক আমার হবিগঞ্জ কার্যালয়ে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৪ এপ্রিল পর্যন্ত ইন্টারভিউর জন্য আসতে পারেন।
হবিগঞ্জ সদর উপজেলাঃ
১। সুশান্ত দাস গুপ্ত- প্রকাশক ও সম্পাদক
২। নুরুজ্জামান মানিক- নির্বাহী সম্পাদক
৩। রায়হান উদ্দিন সুমন- বার্তা সম্পাদক
৪। তারেক হাবিব- প্রধান প্রতিবেদক
৫। এম এস বি চৌধুরী- বিশেষ সংবাদদাতা
৬। সৈয়দ সামাউন বখত- বিশেষ সংবাদদাতা
৭। বিশ্বজিত পাল- গ্রাফিক্স ডিজাইনার
৮। সুমন দাস হরি- ফটো সাংবাদিক
৯। গোবিন্দ চন্দ্র দাশ- ফটো সাংবাদিক
১০। গৌতম দাশ- ফটো সাংবাদিক
১১। মহিবুর রহমান- ফটো সাংবাদিক
১২। সালা উদ্দিন ফারুক- ফটো সাংবাদিক
১৩। কাসেম আলী- ফটো সাংবাদিক
১৪। সৈয়দ ফারহান হোসেন- সাংবাদিক
১৫। আব্দুল হাফিজ ভূইয়া- সাংবাদিক
১৬। মোঃ সুজন মিয়া-সাংবাদিক
১৭। মোঃ কেমিনুর তালুকদার-সাংবাদিক
১৮। মোঃ হাবিবুর রহমান-সাংবাদিক
১৯। প্রান্ত নাগ- সাংবাদিক
২০। শাহ আলম ইমরান-সাংবাদিক
২১। মোঃ ইউসুফ-সাংবাদিক
২২। সৈয়দ রেজাউল করিম রিয়াজ-সাংবাদিক
২৩। মোহাম্মদ ইসমাইল মিয়া- সাংবাদিক
২৪।শেখ গোলাপ মিয়া- সাংবাদিক
২৫। এম এ রাজা- সাংবাদিক
২৬। মোঃ শফিকুল ইসলাম-সাংবাদিক
২৭। এনামুল হোক সোপান- সাংবাদিক
২৮। আব্দুল জলিল- সাংবাদিক
২৯। মোঃ আব্দুল আউইয়াল-সাংবাদিক
৩০। আরমান হোসেন ইমন-সাংবাদিক
৩১। মোঃ খাইরুল ইসলাম সাব্বির- সাংবাদিক
৩২। আহাম্মদ আলী শাহিন-সাংবাদিক
৩৩। মোঃ জামাল উদ্দীন রাজু- সাংবাদিক
৩৪। মোঃ ইলিয়াছ হোসেন শোয়েব-সাংবাদিক
৩৫। ফরহাদ আহমেদ আশিক- সাংবাদিক
৩৬। কোহিনুর আক্তার-সাংবাদিক
৩৭। কাকলী আক্তার-সাংবাদিক
৩৮। মোঃ হুমায়ুন আহমেদ(তমাল)
বানিয়াচং উপজেলাঃ
৩৯। ইমদাদুল হক মাসুম- সাংবাদিক
৪০। শেখ সজীব হাসান-সাংবাদিক
৪১। মৃদুল রায় -সাংবাদিক
৪২। সদরুল আমীন জসিম- সাংবাদিক
৪৩। মোঃ জসিম উদ্দিন-সাংবাদিক
৪৪। মোঃ আশরাফুল ইসলাম-সাংবাদিক
৪৫। হৃদয় মিয়া-সাংবাদিক
৪৬। মোঃ তানজিল হাসান সাগর – সাংবাদিক
৪৭। শামীম আহমেদ চৌধুরী- সাংবাদিক
৪৮। মোঃ এনামুল লস্কর-সাংবাদিক
৪৯। আমীমুল এহসান ইমাদ-সাংবাদিক
বাহুবল উপজেলাঃ
৫০। তানভীর আহমেদ বাধঁন-সাংবাদিক
৫১। তাজুল ইসলাম-সাংবাদিক
৫২। আজিজুর রহমান-সাংবাদিক
চুনারুঘাট উপজেলাঃ
৫৩। শেখ শিমুল আহাম্মদ-সাংবাদিক
৫৪। মোঃ ফরিদ উদ্দিন-সাংবাদিক
৫৫। মোহাম্মদ ইব্রাহিম-সাংবাদিক
৫৬। মোঃ হুমায়ুন-সাংবাদিক
৫৭। নাছির উদ্দিন লস্কর-সাংবাদিক
৫৮। মোঃ রাজন মিয়া-সাংবাদিক
৫৯। মোঃ শুভ মিয়া-সাংবাদিক
৬০। মোঃ সাইদুল ইসলাম-সাংবাদিক
৬১। আবেদ আলী-সাংবাদিক
মাধবপুর উপজেলাঃ
৬২। শিশু মোহন দাস-সাংবাদিক
৬৩। রায়হান আহমেদ-সাংবাদিক
৬৪। পবিত্র দেবনাথ-সাংবাদিক
৬৫। মোঃ মাজারুল ইসলাম-সাংবাদিক
৬৬। পিন্টু অধিকারী-সাংবাদিক
৬৭। মোঃ জসিম উদ্দিন-সাংবাদিক
৬৮। জালাল উদ্দিন লস্কর-সাংবাদিক
৬৯। মিটন মিয়া-সাংবাদিক
৭০। মুহাম্মদ সমুজ আলী হাসান-সাংবাদিক
৭১। আক্তার হোসাইন-সাংবাদিক
৭২। শেখ মোঃ লিটন মিয়া-সাংবাদিক
আজমিরিগঞ্জ উপজেলাঃ
৭৩। আমির মিয়া-সাংবাদিক
৭৪। শহিদুল মিয়া-সাংবাদিক
৭৫। মামুনুর রশীদ-সাংবাদিক
৭৬। মোঃ মোস্তফা কামাল-সাংবাদিক
৭৭। তুষার আলম আকন্দ-সাংবাদিক
৭৮। এস এম শাহিরিয়ার সাগর-সাংবাদিক
৭৯। মোঃ দিলোয়ার হোসেন-সাংবাদিক
৮০। শরীফ উদ্দিন-সাংবাদিক
নবীগঞ্জ উপজেলাঃ
৮১। মোঃ আশরাফুল ইসলাম চৌঃ হাসান-সাংবাদিক
৮২। দিপু আহমেদ-সাংবাদিক
৮৩। জাবেদুর রহমান-সাংবাদিক
৮৪। মোঃ তাজুল ইসলাম-সাংবাদিক
৮৫। শাহরিয়ার আহমদ শাওন-সাংবাদিক
৮৬। মোফাজ্জল ইসলাম (সজীব)-সাংবাদিক
লাখাই উপজেলাঃ
৮৭। মোঃ আতাউর রহমান-সাংবাদিক
৮৮। আবুল হাসান মোল্লা-সাংবাদিক
৮৯। প্রনব সূত্রধর-সাংবাদিক
৯০। মনিরুজ্জামান চৌধুরী শুভ-সাংবাদিক
শায়েস্তাগঞ্জ উপজেলাঃ
৯১। মোঃ তৌহিদুল ইসলাম
৯২। মোঃ বদরুজ্জামান
৯৩। সৌমিত্র দাস সুমন
৯৪। মোঃ ওয়াহিদুর রহমান (শাকিল)
৯৫। মাহমুদুল হোসেন সোহাগ
৯৬। সৈয়দ হাবিবুর রহমান ডিউক
সবাইকে দৈনিক আমার হবিগঞ্জে স্বাগতম।