সংবর্ধনা শোভাযাত্রার লাইভ ধারাভাষ্যে সাধারণ জনতাকে অশ্লীল গালিগালাজ : ঘোড়ার গাড়িতে আবু জাহির এমপি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 5 December 2020
আজকের সর্বশেষ সবখবর

সংবর্ধনা শোভাযাত্রার লাইভ ধারাভাষ্যে সাধারণ জনতাকে অশ্লীল গালিগালাজ : ঘোড়ার গাড়িতে আবু জাহির এমপি

অনলাইন এডিটর
December 5, 2020 4:23 pm
Link Copied!

ছবি: ঘোড়ার গাড়িতে আবু জাহির এমপি

 

মন্তব্য প্রতিবেদন : মানুষের বহর। বহরের সামনে মোটরসাইকেল ও ঘোড়া; এরপর একটি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে আবু জাহির এমপি।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিক্যাল কলেজ বাস্তবায়ন করায় সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ঠিক এভাবেই।

গত বৃহস্পতিবার বিশাল মোটরবাইক ও ঘোড়ার গাড়িতে শোভাযাত্রায় প্রায় দেড় ঘণ্টায় হবিগঞ্জ শহর দাপিয়ে আবু জাহির এমপি যোগ দেন সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া নতুন বাজার মাদ্রাসা মাঠে। হবিগঞ্জ শহরবাসী হতভম্ব হয়ে দেখে এ দৃশ্য।

ঘোড়ার গাড়িতে চড়ে সংবর্ধনা নিতে অনুষ্ঠানে যাচ্ছেন আবু জাহির এমপি।

এ সময় শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র যানজটের। তার ব্যক্তিগত আবু জাহির এমপি নামে ফেসবুক আইডির ১ ঘণ্টা ৬ মিনিট ৯ সেকেন্ডের লাইভ ভিডিওতে দেখা যায় বহর থেকে রাস্তায় চলাচলরত রিক্সাকে চাপা দেয়ার চেষ্টা। বহর থেকে লাইভে সিএনজি অটোরিকশা ও মোটরবাইক চালকগণকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুনা যায়।

এ ব্যাপারে অনেকেই আমাদের কাছে অভিযোগ করেন যে, আবু জাহির এমপির বডিগার্ড পুলিশ কনস্টেবল রুবেল ও তার সহযোগীরা এমপির সামনেই বিভিন্ন সময় নিরীহ পথচারী ও নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। তবে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না বলে নীরবে সহ্য করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শফিকুল রহমান নামে এক ফেসবুক ব্যবহারকারী তার আইডি থেকে লেখেন, ‘বঙ্গবন্ধু মানুষকে কত সম্মান এবং স্নেহ করতেন, ভালবাসতেন। আর বঙ্গবন্ধুর নাম নিয়ে স্বাধীনতার পরে যা হয়েছে এবং এখনো হচ্ছে, দুঃখ লাগে এরা কি করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়। বঙ্গবন্ধুর প্রতি যদি বিন্দু পরিমাণ শ্রদ্ধা, ভালোবাসা থাকত তাহলে এরা সাধারণ মানুষের সঙ্গে এই আচরণ করত না মাস্তানদের সঙ্গে নিয়ে।

সৌরভ নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘হের নেতার টমটমের আগে সিএনজি ও মোটর বাইক আসায় হে অশ্লীল ভাষায় জনসাধারণকে গালিগালাজ করার অধিকার কে দিলো। আজকে সরকার দলীয় চামচারা এতটাই বেপরোয়া হয়েছে সম্মানী লোকের সম্মান নিয়ে ঘরে ফিরা অসম্ভব। ক্যামেরার পিছনের লোককে সামনে আনার জোর দাবী রইলো’। যানজটে পড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিএনজি ড্রাইভার বলেছেন, ‘আগেকার দিনে অত্যাচারী রাজারা ঘোড়া বা খচ্চরে চড়ে রাস্তায় চলাচল করতো।

এ সময় পথচারীরা চলাফেরায় একটু এদিক-ওদিক হলেই বেত্রাঘাত করতো’। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরেক সচেতন আওয়ামী লীগ কর্মী বলেন, ‘বিলুপ্ত সেইদিন ফিরিয়ে আনার সূচনাই যেন করছেন হবিগঞ্জের আবু জাহির এমপি। ইদানিং তিনি বিভিন্ন অনুষ্ঠানে রাজকীয় ভাব নিয়ে যোগদানের যে প্রচলন এনেছেন এবং পথচারীদের তার বহর থেকে গালিগালাজ করা হচ্ছে তা দেখে আমরা হতভম্ব। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সাধারণ মানুষের নাড়ি ছেড়া দল।

নির্যাতিত মানুষের পক্ষে সংগ্রাম করে এই দলের অগণিত নেতাকর্মী জীবন দিয়েছেন। হতভম্ব না হয়ে পারিনা যে, আজ এরাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কথা বলে আর কাজে বেলুচিস্তানের কসাই জেনারেল টিক্কা খানের নীতি গ্রহণ করেছে।

এ ব্যাপারে আবু জাহির এমপির বডিগার্ড রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নিরাপত্তার দায়িত্বে কিছু নতুন পুলিশ ছিলেন। মূলত: এখান থেকেই কিছুটা গালিগালাজ হয়েছে। বেপরোয়া সিএনজি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিলো’।