মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে চুরি হওয়া টমটম গাড়ি পুলিশের যৌথ অভিযানে বাহুবল থেকে উদ্ধার করা হয়েছে।
গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এস আই মোখলেছুর রহমানের নেতৃত্বে বাহুবল মডেল থানার এ এস আই মোস্তফা মাজেদ ও এ এস আই আবু সুফিয়ানকে সাথে নিয়ে উপজেলার লোহাখলা গ্রামের ছুরুত আলীর বাড়িতে অভিযান চালিয়ে টমটম গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এ সময় গাড়ির সঙ্গে ছুরুত আলী ও তার ছেলে হাবিবকে থানায় নিয়ে আসা হয়। পরে ঘটনার সাথে জড়িত ছুরুত আলীর ছেলে শামীম আহমেদ(২৫) কে আটক করে শামীমের বাবা ছুরুত আলী ও ছোট ভাই হাবিবকে বাহুবল মডেল থানা থেকে চেড়ে দেয়া হয়।
জানা যায়, গত শুক্রবার গভীর রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে মোঃ হেলাল মিয়ার মালিকানাধীন একটি টমটম গাড়ি চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ বিষয়ে মো. হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। হেলাল মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের লোহাখলা গ্রামে অভিযান চালিয়ে টমটম গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ওই দিন রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত উপজেলার মিরপুর এলাকার শাকিল মিয়া নামে আরেকজনকে আটক করা হয়। পরে আটককৃত শামীম আহমেদ ও মিরপুরের শাকিল মিয়াকে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, ইদানিং বাহুবলে চুরি ডাকাতির মত ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে এলাকাবাসী চরম আতংক ও হতাশায় ভুগছেন।