রায়হান আহমেদ : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজীবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ উনার পরিবারের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারে দোয়া মাহফিল ও ১হাজার জনকে কাঙ্গালীভোজের খাবার তোলে দেয়া হয়। হয়।
এসময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, সহ-সভাপতি ফজল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, পৌর শ্রমিক লীগের সভাপতি আমির হোসেন, পৌর তাঁতীলীগের আহ্বায়ক বাবু মিহির পাল, তাঁতীলীগের সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুস সালাম, যুবলীগ নেতা মোতাব্বির মিয়া, জুনায়েদ মিয়া, যুবলীগ নেতা মাইদুল ইসলাম রুবেল, যুবলীগ নেতা আতাউর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এম নোমান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক রেজোয়ান হোসেন জাহাঙ্গীর সহ আরো অনেকে।
এদিকে চুনারুঘাটের আমু চা বাগানের দুর্গা মন্দির, চান্দপুর চা বাগানের রাধাকৃষ্ণ মন্দির, চন্ডিছড়া চা বাগানের কালি মন্দির ও লস্করপুর চা বাগানের দুর্গা মন্দির এবং মাধবপুর সুরমা চা বাগানের দুর্গা মন্দির এ বিশেষ প্রার্থণা আয়োজন করেন আরিফুল হাই রাজীব।
প্রসঙ্গত, প্রতিবছরের ন্যায় ওই নেতার উদ্যোগে গতকাল (১৪ আগস্ট) শুক্রবারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করানো হয় ।