শোকের মাসে আনন্দ ভ্রমনে ছাত্রলীগ সাধারণ সম্পাদক পুলক: সর্বত্র ক্ষোভ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 15 August 2020
আজকের সর্বশেষ সবখবর

শোকের মাসে আনন্দ ভ্রমনে ছাত্রলীগ সাধারণ সম্পাদক পুলক: সর্বত্র ক্ষোভ

Link Copied!

স্টাফ রিপোর্টার :   হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পুরো জাতি যখন শোকে মুহ্যমান সেখানে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক রয়েছে নৌবিহার তথা আনন্দ উল্লাসে।

ছবি : নৌবিহারে উঠানে ছবিতে সাইম হাসান পুলক ( ফেসবুক থেকে নেয়া )

শনিবার ( ১৫ আগস্ট) সকালে বানিয়াচং উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পাঞ্জলি অর্পণ করলেও সেখানে অনুপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক। বিষয়টি দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনের নেতৃত্বে ছাত্রলীগের নেতার জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন।

ছবি : জাতির পিতার প্রতিকৃতিতে ছাত্রলীগ সভাপতি মামুনের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ ! অনুপিস্থত ছিলেন সেক্রেটারি সাইম হাসান পুলক

খোঁজ নিয়ে জানা যায়,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক তার সমর্থিত কিছু যুবকদের নিয়ে দুই দিনের জন্য কিশোরগঞ্জের ইটনায় নৌবিহারে যান। এই শোক দিবসে সাধারণ সম্পাদক দলীয় কর্মসূচিতে উপস্থিত না থেকে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন অনেক নেতাকর্মী।

ছবি: শোকের মাসে আনন্দ উল্রাসে সেলফি উঠাতে মত্ত সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক

বিষয়টি নিয়ে পুরো উপজেলা জুড়ে আওয়ামী পরিবার তথা সাধারণ নেতাকর্মীদের মধ্যে রসালো আলোচনা জন্ম দিয়েছে। অনেকেই তার এই কর্মকান্ডে হতবাক হয়েছেন। একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে তিনি কি করে এই শোকের মাসে আনন্দ ভ্রমনে থাকতে পারেন সেটা অনেকের ভালো ভাবে নেননি।

ছবি : শোকের মাসে নৌবিহারে গিয়ে উল্লাসে ব্যস্ত সেক্রেটারি সাইম হাসান পুলক ( সংগ্রহীত)

এটা নিয়ে কথা বলার চেষ্টা করা হলে সাধারণ সম্পাদক সাইম হাসান পুলকের মোবাইলে বারবার রিং দিলেও তার ব্যবহৃত মোবাইলে রিং ঢুকেনি।

তবে অপর একটি সুত্র নিশ্চিত করেছে,সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক পুস্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন না ! তবে আলোচনা সভার শেষ অংশে এসে তিনি হাজির হয়েছিলেন।

ছবি : দুই দিনের সফরে যাচ্ছেন সেক্রেটারি এই লিখে তার আইডিতে দেয়া পোস্ট

বিষয়টি নিয়ে কথা হয় বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনের সাথে। তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার সময় সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক উপস্থিত ছিলেন না। তিনি নৌকা ভ্রমনে রয়েছেন।