শেখ হাসিনা মেডিকেল কলেজ : ডাঃ মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 17 October 2024
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা মেডিকেল কলেজ : ডাঃ মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত

এম এ রাজা
October 17, 2024 9:26 am
Link Copied!

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ডাঃ মোহাম্মদ জাবেদ জিল্লুল বারীকে নিযুক্ত করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দূর-রে শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মেডিকেলের অধ্যক্ষ ডা. সুনির্মলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে মেডিকেলের শিক্ষার্থীরা। পরবর্তীতে তিনি গত ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন ।

সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ডা. সুনির্মল রায় দায়িত্ব নেওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেন। মেডিকেলের বিভিন্নখাত থেকে তিনি দুর্নীতি করেছেন । ডা. সুনির্মলের সময়ে মেডিকেলে দৃশ্যমান কোনো হয়নি। সেইসঙ্গে মেডিকেলে পড়াশোনার উপযুক্ত পরিবেশ দিতে ব্যর্থ হয়েছেন তিনি।