শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন সমবায় অফিসার ইসমাইল তালুকদার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 9 July 2024
আজকের সর্বশেষ সবখবর

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন সমবায় অফিসার ইসমাইল তালুকদার

Link Copied!

উপজেলা পর্যায়ে উপজেলা সমবায় অফিসার হিসেবে ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাইল তালুকদার রাহি। গত ২৭ জুন হবিগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানাযায়, সরকারী কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় শুদ্ধাচার পুরস্কার নীতিমালা অনুযায়ী শুদ্ধাচার পুরষ্কার (২০২৩-২৪) প্রদানের নিমিত্ত এ দপ্তরের এক আদেশ মূলে গঠিত শুদ্ধাচার পুরস্কার বাছাই কমিটির ২৩ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক এ কর্মকর্তাকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদানের জন্য মনোনয়ন প্রদান করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার রাহি জানান, আমি প্রথমেই সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই হবিগঞ্জ জেলার মান্যবর জেলা সমবায় কর্মকর্তা ও বিভাগীয় যুগ্ন নিবন্ধক স্যারের প্রতি। তিনি আরও জানান- এই পুরস্কার অর্জনের কৃতিত্ব আমার শায়েস্তাগঞ্জ টিম সহ জেলা সমবায় কার্যালয়ের যে সকল সহকর্মীগণ যারা আমার প্রতিটা কাজে সহযোগিতা করেছেন,তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।