শীতের শুরুতে হবিগঞ্জে জমে উঠেছে গরম কাপড়ের দোকান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 26 December 2020
আজকের সর্বশেষ সবখবর

শীতের শুরুতে হবিগঞ্জে জমে উঠেছে গরম কাপড়ের দোকান

অনলাইন এডিটর
December 26, 2020 12:08 pm
Link Copied!

ছবি: শীতের শুরুতে হবিগঞ্জে জমে উঠেছে গরম কাপড়ের দোকান।

 

স্টাফ রিপোর্টার : শীতের শুরুতেই হবিগঞ্জ জেলা শহরের ফুটপাতগুলোতে জমে উঠেছে গরম কাপড়ের কেনাকাটা। আর কম মূল্যে কাপড় কেনার জন্য ফুটপাতের দোকানগুলোতেই ভীড় করছেন কেটে খাওয়া লোকজন। শহরের বিভিন্ন জায়গার ছোট, বড় সব ফুটপাতগুলোতে। শুধু জেলা শহরই নয়, উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতে পসরা সাজিয়ে বসেছে গরম কাপড়।

এছাড়া ভ্যানে কাপড় বিক্রি করতেও দেখা গেছে শহরের বিভিন্ন স্থানে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ফুটপাতের দোকানগুলোর বেশীর ভাগ ক্রেতা তাদের সাধ্যমতো কম মূল্যের শীতবস্ত্র কিনতে শুরু করেছে ওই সকল দোকান থেকে। তবে এদের বেশির ভাগই নিম্ন ও নিম্নমধ্য আয়ের মানুষ। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পুরাতন বাসস্ট্যান্ড বাজার ঘুরে দেখা যায়, শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে এসব দোকানগুলোতে। কোর্ট, জ্যাকেট, লংকোর্ট, উলের কোর্ট, শর্টকোর্ট, শর্ট জ্যাকেটসহ সব ধরণের পোশাকই পাওয়া যাচ্ছে অনায়াসে। শীতের কাপড় কিনতে আসা পুষ্পা আক্তার বলেন, শীত সবে শুরু হয়েছে।

এখন পর্যন্ত তীব্র শীত পড়েনি। এখনি কাপড়ের যে দাম বৃদ্ধি পেয়েছে শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাবে ফুটপাতের গরম কাপড়। স্বল্প আয়ে সংসার চলানোই দুঃস্কর, এর মাঝে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি। এগুলোও প্রশাসনের তদারকি করা দরকার’।

ফুটপাতের দোকানদার নুরুল ইসলাম বলেন, ‘গত শীতে যে মূল্যে মানুষ গরম কাপড় কিনেছে তা এবার পাবে না। কারণ, গতবারের চেয়ে এবার গরম কাপড়ের ১২ হাজার টাকার বেল্ট ১৬ হাজার টাকা নিচ্ছে। অর্থাৎ বেল্ট প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা মূল্য বেশি ধরছে পাইকাররা। তিনি আরও বলেন, এখনো তেমন শীত পড়েনি। তারপরও বিক্রি ভালোই হচ্ছে। তবে মোকামে দাম বেশির কারণে আমরাও ক্রেতাদের নিকট দাম একটু বেশি ধরছি। তবে শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের মূল্য বাড়বে বলে তার ধারণা।

মূল্য যাই হোক না কেন দোকানের চেয়ে ফুটপাতে অনেক কমমূল্যে গরম কাপড় পাওয়া যায়। আর শীতের তীব্রতা বেড়ে গেলে আরো ভীড় হবে বলে আশা করেন ফুটপাতের অন্যান্য বিক্রেতারা। এদিকে, একদিনের ব্যবধানে দেশে ফের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।