শিশুকে মেধাবী হিসেবে গড়ে তুলতে পুঁজি বিনিয়োগ করা প্রয়োজন-মোতাচ্ছিরুল ইসলাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 March 2023
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে মেধাবী হিসেবে গড়ে তুলতে পুঁজি বিনিয়োগ করা প্রয়োজন-মোতাচ্ছিরুল ইসলাম

Link Copied!

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না। আপনাদেরকেও ছেলে মেয়েদের লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।

কেন না একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষিত করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ফলে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের চেয়ে শিশুকে মেধাবী হিসেবে গড়ে তুলতে পুঁজি বিনিয়োগ করা প্রয়োজন। আর তাতে সফলতা পেতে হলে ছাত্র শিক্ষক ও অভিভাবকের মাঝে সেতু বন্ধন গড়ে তুলতে হবে।

তিনি সোমবার (২৭মার্চ) হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সোমেশ^রী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা,শিক্ষার গুণগতমান উন্নয়নে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রণব কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তৃপ্তি রাণী পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম,সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণয় কান্তি হালদার।

মোতাচ্ছিরুল ইসলাম আরো বলেন, সন্তানের সুরক্ষার প্রথম দায়িত্ব অভিভাবকের। সন্তান কোথায় যায়, কি করে তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সন্তানের প্রতি যত্নবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে।

অভিভাবক সমাবেশের আলোচনা সভায় সবার সূচিন্তিত মতামত ও পরামর্শ মোতাবেক বিদ্যালয়ের লেখাপড়ার মান আরো বৃদ্ধি করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। সমাবেশে অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক/শিক্ষিকা, অভিভাক ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।