শিল্পকলার অনুদান আজও পেলেননা হবিগঞ্জের দুস্থ শিল্পীরা : ক্ষোভ প্রকাশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 9 June 2020
আজকের সর্বশেষ সবখবর

শিল্পকলার অনুদান আজও পেলেননা হবিগঞ্জের দুস্থ শিল্পীরা : ক্ষোভ প্রকাশ

Link Copied!

বিশেষ প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে আর্থিক অনুদান ও জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের সুরক্ষা সচেতনতা সৃষ্টির লক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয় ও দুস্থ অনাহারে থাকা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য গত ৩০ মার্চ ২০২০ ইং তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেন্দ্রীয় কমিটির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর স্বাক্ষরিত একটি পত্রে মোট ২০ হাজার টাকা বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রেরণ করেন  ।

কিন্ত এই বরাদ্দের টাকা তিন মাস পেরিয়ে গেলেও হবিগঞ্জের অসহায় অনাহারে থাকা শিল্পীর পরিবাবের সদস্যদের মাঝে বন্টন করেনি জেলা শিল্পকলা একাডেমি। এমনকি করোনা ভাইরাসে সুরক্ষা সচেতনতায় কোন সরঞ্জামাদি ক্রয় করা হয়নি। পত্রে আরো বলা হয়- বরাদ্দকৃত অর্থ আপাতত স্থানীয় তহবিল থেকে ব্যয় করার পাশাপাশি দাপ্তরিক স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হলে জেলা শিল্পকলা একাডেমির অনুকূলে বরাদ্দকৃত অর্থ চেকের মাধ্যমে প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। অন্যদিক এই বরাদ্দের অর্থ যথাযথ ভাবে ব্যয় করার জন্যও বলা হয়েছে। পত্রের অনুলিপি জেলা প্রশাসক/সভাপতি শিল্পকলা একাডেমি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব শিল্পকলা একাডেমি’র বরাবরে প্রেরণ করা হয়। বিষয়টি নিয়ে কিছুদিন পূর্বে হবিগঞ্জের প্রখ্যাত সংগীত শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তার নিজস্ব আইডিতে ক্ষোভ জানিয়ে একটি পোস্ট করেন। যেখানে অসহায় শিল্পী পরিবারের সদস্যদের আর্থিক অনুদান না পাওয়া নিয়ে অনেক মানবিক কথামালা তুলে ধরেন তিনি। তার এই পোস্টে শতশত ফেসবুক বন্ধু শেয়ার কমেন্ট করেন। এই বিষয়ে শিল্পী আশিকের সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, শুনেছি গত ৩ মাস আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ২০ হাজার টাকা অনুদান আসে। কিন্তু আজ পর্যন্ত সেই টাকা শিল্পীদের অসহায় পরিবারের হাতে সেটা পৌছায় নি কিন্তু কেন? তিনি আরো বলেন, তিন বছর ধরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমির কোন কমিটি হয়নি। কোন নির্বাচন হচ্ছেনা । ফলে শিল্পীদের দু:খ রয়েই যাচ্ছে। এই দু:খ ঘুচার কোন পথ নাই।

সার্বিক বিষয় নিয়ে কথা হয় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বে থাকা প্রতীক মন্ডল (এনডিসি) এর সাথে। তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানিয়েছেন- কোনো চেক আসেনি! তবে আমাদের বলা হয়েছিল এই পরিমানের টাকাটা খরচ করতে। আমরা আশা করছি আগামী বা পরের সপ্তাহের মধ্যে তা দিতে পারব।