আজমিরিগঞ্জ প্রতিনিধি : আজমিরিগঞ্জ উপজেলায় পশ্চিমভাগ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের রডের আঘাতে রাজীব মিয়া নামের ১ জন নিহত হয়েছে।
জানা যায় যে, পশ্চিমভাগ গ্রামের কদমতারা মহল্লার মোঃ রেজেন মিয়ার ছোট ছেলে টমটম চালাতে গিয়ে তারই সম্পর্কে মামা লাগে, আবার একই গোষ্ঠীর লোক রেনু মিয়ার ছেলে মুস্তাকিমের সাথে শনিবারে বাকবিতণ্ডা হয়। এই বিষয়কে কেন্দ্র করে মুরুব্বিদের শালীশ চলাকালীন উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় শেখ মুস্তাকিম মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়ে শেখ রেজেন মিয়ার ছেলে বড় ছেলে রাজীবের মাথায় আঘাত করে।
পরে তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। রাজীবের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে। গতকাল ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রাজীব মারা যায়।
পরে তাকে পোস্টমর্টেম করে তার নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি জনাব মোসাররফ হোসেন তরফদার দৈনিক আমার হবিগঞ্জকে জানান যে, রাজীব হবিগঞ্জ টেকনিক্যাল কলেজ থেকে সদ্য ডিপ্লোমা শেষ করেছিল। কিন্তু তার স্বপ্ন আর পূরন হল না।