ঢাকাTuesday , 2 July 2024
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষিকা রিবন রুপা দাসের মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন

Link Copied!

লাখাই উপজেলার ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিবন রূপা দাসের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন করেছে হবিগঞ্জের সচেতন নাগরিক সমাজ।

আর বিকে রঙ্গের মেলার আয়োজনে সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় স্থানীয় টাউন হলের সামনে এ মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে শিক্ষিকা রিবন রূপা দাসের মৃত্যুর রহস্য উদঘাটন করে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান প্রশাসনের কাছে।

আর বিকে রঙ্গের মেলার প্রতিষ্টাতা পরিচালক সঞ্জয় দাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর বিকে রঙ্গের মেলার উপদেষ্টা শঙ্ক শুভ্র রায়,বিশিষ্ট লেখক হারুন সিদ্দিকী, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সহ-সম্পাদক এম এ রাজা, আটঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহীন মোল্লা, প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক দুলাল মিয়া বিশ্বজিৎ বনিক, রঙ্গের মেলার মহিলা সম্পাদক রিক্তা দাশ, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খাঁ, প্রতিমা গোপ, সাবিহা আক্তার, মুক্তা আক্তার. মিনু দাশ, প্রশেনজিৎ পুরকায়েস্হ, জাবেদ মিয়া; অটিজম শিশু চাঁদ মিয়া, ইতি গোপ, চাঁদনী তাছাড়াও সাধারণ শিশু মিত্র দাশ, আয়েশা আক্তার, উল্লাস দাশ. তনু; থীপ্ত, নীহা. শ্রীচেতা, তন্ময়, মৃদুল নীলা, আবু জুমায়েল মজুমদার রাজিন,মীর রাহিব, জুম্মান সান, মোঃ রিয়াদ আলম, মীর সাঈফ, তপু দাশ ,রনি দাশবিশ্বজিৎ কর্মকার,আমির হামজা, নাজিম,প্রিয়, উজ্জ্বল মিয়া প্রমুখ।