শিক্ষা ক্ষেত্রে সাফল্য সরকারের একটি বড় অর্জন : বই উৎসবে ইকবাল হোসেন খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 1 January 2020

শিক্ষা ক্ষেত্রে সাফল্য সরকারের একটি বড় অর্জন : বই উৎসবে ইকবাল হোসেন খান

Link Copied!

রায়হান উদ্দিন সুমন :   শেখ হাসিনা সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন খান বলেন- বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সরকার বিশ্বে নজির সৃষ্টি করেছে।

তিনি গতকাল বুধবার (১ জানুয়ারি) বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ উপলক্ষে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইকবাল হোসেন খান আরো বলেন- শিক্ষা ক্ষেত্রে সাফল্য সরকারের একটি বড় অর্জন। বিগত ১০ বছরে বানিয়াচং উপজেলায় শিক্ষা খাতে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা জাতির সম্পদ তারা শিক্ষা-দীক্ষায় এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।

 

দেশ পরিচালনায় মেয়েদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, মেয়েরা দায়িত্বশীল হয়, দুর্নীতিবাজ হয় না। গ্রামাঞ্চলে শিক্ষিতের হার বাড়াতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। ে

আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মিলন বেগমের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুর রউফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়, গভর্নিং বডির সদস্য প্রাক্তন শিক্ষক মোতাব্বির হোসেন,মামুন চৌধুরী,আজিজুল খান বাবু,শাহজাহান মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন,ছাত্রলীগ নেতা শাহনোয়াজ আলম রাজু,সাহেদুর রহমান,শামিম মিয়া,সামশুল হক,তানজিল হাসান সাগরসহ অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।

এর আগে ইকবাল হোসেন খান ডা: ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে শিক্ষার্থীদেও মধ্যে বই বিতরণ করেন।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়