হবিগঞ্জ সদর : ছাত্র মেস ভাড়া ৫০ ভাগ কমানোর রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরের বেতন ফি মওকুফ, অনলাইন ক্লাসের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রানের ব্যবস্থা করা, বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সেবা প্রদান সহ ৫ দফা দাবিতে শিক্ষা অধিকার আদায় আন্দোলন হবিগঞ্জ জেলার উদ্যোগে আজ সকাল ১১.৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এক মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (গোপনীয়) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
রাজিব রায় রাজ এর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার সাধারণ সম্পাদক আদিত্য রায় সানির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রসেনজিত চন্দ্র দেব, আকাশ তালুকদার, রমজান আলী, শ্রাবনী রবি দাশ, রাহুল রবি দাশ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম, শ্রমিক নেতা নারায়ন রবি দাশ, আব্দুল মোতালিব প্রমুখ।