শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম-এমপি মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 February 2023
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম-এমপি মজিদ খান

Link Copied!

আজমিরীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন হলরুমে বুধবার (২২শে ফেব্রুয়রী) উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুলতানা সালেহা সুমির সভাপতিত্বে ও আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোয়ার আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বসহ উন্নত জাতি বিনির্মানে খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং আজমিরীগঞ্জ উপজেলায় ভবিষ্যতে খেলাধুলার মান উন্নয়নে তার কাছ থেকে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান,উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার,আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী,সদর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুলসহ মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে আজমিরীগঞ্জ উপজেলার ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়।

আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোয়ার আলী,আজমিরীগঞ্জে ক্রীড়া অবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার দিক তুলে ধরেন।

সাথে সাথে খেলাধুলার মান উন্নয়নে ক্রীড়া ক্ষেত্রে অধিক গুরুত্ব সহকারে বরাদ্দ দিয়ে আজমিরীগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী যাতে পৌছানো যায় সেক্ষেত্রে আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এর দৃষ্টি আকর্ষণ করেন।