শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 November 2021
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

Link Copied!

জি কে ইউসুফ।।  জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কোভিড- ১৯টিকা কার্যক্রমের উদ্বোধন করা হযেছে।
বৃহস্পতিবার ( ১৮ অক্টোবর ২১ইং)  শহরের সাইফুর রহমান টাউন হলে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ছবি : শহরে শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হযেছে

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আই সিটি ) বিজেন ব্যানার্জী, জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, আধুনিক সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্নালী পাল, মেয়র আতাউর রহমান সেলিম, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ ।