শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন-আব্দুল মজিদ খান এম.পি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 28 October 2022
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন-আব্দুল মজিদ খান এম.পি

Link Copied!

হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, শিক্ষকরা হলেন একটি মোমবাতির মতো যাঁরা নিজে প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন।

তাদের মধ্যে নির্দেশনা, বন্ধুত্ব, শৃঙ্খলা এবং ভালোবাসা এই সবকিছুই পাওয়া যায়। শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এনাদের জ্ঞানের আলোতেই একজন আদর্শ নাগরিকের জন্ম হয়।

বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকালে বানিয়াচং উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত শিক্ষক দিবস-২০২২ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মসস সিংহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং আলীয়া মাদ্রাসার প্রিন্সিপালের আব্দুল হোসেন খান, সুফিয়া মতিন মহিলা কলেজ অধ্যক্ষ, মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, জনাব আলী কলেজের ভাইস প্রিন্সিপাল শামছুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব প্রমুখ।