শায়েস্তানগর-মশাজান ৭ কি. মি. রাস্তা তৈরিতে বালুর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে মাটি? - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 November 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তানগর-মশাজান ৭ কি. মি. রাস্তা তৈরিতে বালুর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে মাটি?

অনলাইন এডিটর
November 23, 2020 1:23 pm
Link Copied!

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে মশাজান পর্যন্ত রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারপর চিত্র – ছবি : খায়রুল ইসলাম

 

এম.এ রাজা ॥ শায়েস্তানগর থেকে মশাজান পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার নির্মাণাধীন রাস্তায় ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকার শত শত মানুষ রাস্তায় বিক্ষোভ করেছেন। রাস্তার কাজের মান নিয়ে লেখালেখি শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

এলাকাবাসীর অভিযোগ, হাতের ধাক্কাতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। ঠিকমত রোলিং করা হয়নি। বালির জায়গায় মাটি দেয়া হচ্ছে। পাথরের মানও ভালো না। বিটুমিনের সাথে মেশানো হচ্ছে কেরোসিন। অনেক জায়গায় রাস্তা নির্মাণ কাজ শেষ হতে না হতেই দেবে যাচ্ছে। কথা থাকলেও দেয়া হয়নি গাইড ওয়াল। উঁচু-নিচু গর্তের মত দেখা যাচ্ছে রাস্তা।

গতকাল রবিবার সকালে পইল ইউনিয়ন অফিস সংলগ্ন ও দেবপাড়ায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময়ে অনেকেই আক্ষেপ করে বলেন, প্রায় ৩০ বছর পরে এই রাস্তাটি নির্মাণ হচ্ছে। বহু স্বপ্নের লালিত পইলের রাস্তায় কোন অবস্থাতেই দুর্নীতি করতে দেয়া হবে না। এলাকাবাসী তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর বাজার থেকে মশাজান বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার মধ্যে তিনটি আরসিসি বক্স কালভার্টও আছে। এলজিইডি হবিগঞ্জ-এর আওতায় আরআইআইপি-১১ প্রজেক্টের মাধ্যমে মেরামত কাজ শুরু হয়। ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ১৩৩ টাকার মূল্যের কাজটি পায় ফজলুর রহমান এন্ড লিওন এন্টারপ্রাইজ। যার স্বত্বাধিকারী হাজী মোঃ দুলাল (ওরফে রাডার দুলাল)। কাজের মেয়াদ ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ৮ নভেম্বর পর্যন্ত মেয়াদ ছিল।

পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে ৩০ মে ২০২১ সাল পর্যন্ত করা হয়েছে। এরই মধ্যে রাস্তার প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। তিনটি আরসিসি বক্স কালভার্টের মধ্যে একটির কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে চলমান কাজের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি দুই কোটি টাকা অগ্রিম বিল উঠিয়ে নিয়েছে বলে জানা যায়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ফজলুর রহমান এন্ড লিওন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী মোঃ দুলাল বলেন, এলাকার মানুষ না বুঝেই বিভিন্ন কথা বলছেন। মূলতঃ আমরা ভালো মানের কাজই করছি। এছাড়া তিনি বলেন, রাস্তার কাজে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম জানান, পইলের রাস্তার অভিযোগের কথা শুনেছি।

তবে লিখিত অভিযোগ পাওয়ার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ জানান, এলাকার অনেকেই আমার কাছে জানিয়েছেন কাজে অনিয়ম হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রকৌশলীর সাথে বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নিবো।