শায়েস্তানগর-মশাজান রাস্তা সংস্কারে দুর্নীতির অভিযোগে মানববন্ধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 27 November 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তানগর-মশাজান রাস্তা সংস্কারে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

অনলাইন এডিটর
November 27, 2020 5:58 pm
Link Copied!

ছবি: শায়েস্তানগর-মশাজান রাস্তা সংস্কারে দুর্নীতির অভিযোগে মানববন্ধন।

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ পইল গ্রামে রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধের দাবী জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরতলীর পইল গ্রামের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পইল ইউনিয়নের মাছুলিয়া থেকে মশাজান পর্যন্ত নির্মাণাধীন রাস্তায় নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে।

গাইডওয়াল নির্মাণ কিংবা মাটি ভরাটের কাজ না করেই রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে এই রাস্তা ব্যবহারকারী এই এলাকার বাসিন্দারা বিভিন্ন সময় প্রতিবাদ করে আসছে। কিন্তু এতে টনক নড়ছে না ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট এলজিইডি’র প্রকৌশলীদের। এলাকাবাসী অনেকেই বলাবলি করছেন যে ঠিকাদার ও প্রকৌশলীদের যৌথ প্রযোজনায় এই দুর্নীতি হচ্ছে। প্রতিবাদ সভায় এমনই একটি ফেস্টুনে দেখা গেছে লেখা আছে চোরে চোরে মাসতুতো ভাই, ঠিকাদার-প্রকৌশলী ভাই ভাই। প্রকল্পের স্কিম ও ম্যাপ জনসম্মুক্ষে প্রকাশ করার দাবী জানান বক্তারা। পাশাপাশি অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবী করেন এলাকাবাসী।

পইল ইউনিয়নের সুশিল সমাজের ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য মো. মর্তুজ আলী। বক্তব্য দেন, সমাজসেবক মো. শাহআলম, মো. শরীফ উদ্দিন, পইল গণিত ক্লাবের প্রতিনিধি চন্দন মনি পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. জাহাঙ্গীর আলম ও সৈয়দ মাহমুদ আমীম।