শায়েস্তানগরে মোবাইল কোর্টের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 22 December 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তানগরে মোবাইল কোর্টের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

অনলাইন এডিটর
December 22, 2020 4:56 pm
Link Copied!

ছবি: শায়েস্তানগর মাছ বাজারে মোবাইল কোর্টের অভিযানে।

 

জি.কে ইউসুফ ।। শায়েস্তানগর মাছ বাজারে মোবাইল কোর্টের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজারে সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করে মাছের বাজার স্থাপন করায় জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ শে ডিসেম্বর) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়কে মাছের ড্রাম ও অন্যান্য সরঞ্জামদি রেখে বাধা সৃষ্টি করায় কয়েকটি মামলায় মোট ৬,০০০/- অর্থদণ্ড করা হয় এবং মাছ ব্যবসায়ীসহ বাজার কমিটির সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্কতা প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশনায় জনদূর্ভোগ লাঘবে অনুরুপ অভিযান অব্যাহত থাকবে।