শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ বিকল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 1 November 2021
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ বিকল

Link Copied!

সৌমিত্র দাস :  শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন যাবৎ সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে। যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করছেনে । সোমবার (১লা নভেম্বর) সরেজমিনে গিয়ে এ দৃশ্য লক্ষ করা যায়। যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়ত। শুধু তাই নয়,কয়েকদিন পরপরই মোবাইল ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম ঘটছে উক্ত রেলস্টেশনে।

 

এখানে অনেক যাত্রীদের বক্তব্য,সেটশনে নেই কোন পানি খাওয়ার ব্যবস্থা। যাত্রীরা বলেন, সবারতো আর টাকা দিয়ে ক্রয় করার ক্ষমতা নেই। তাই ভোগান্তিতে পড়তে হচ্ছে সবসময়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি : শায়েস্তাগঞ্জে জংয়ের ছবি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যাত্রীদের দাবী উক্ত রেলস্টেশনে একটা উন্মুক্ত পানি পানের ব্যবস্থা করা হউক। এ ব্যাপারে স্টেশন মাষ্টার জনাব সাইফুল ইসলাম র সাথে আলাপকালে আমার হবিগঞ্জ র প্রতিনিধিকে জানান, আপাতত স্টেশন সংস্কার কাজ চলমান আছে। প্লাটফর্মের কাজসহ টিনসেড বাড়ানো হবে। সম্পুর্ন কাজ শেষ হয়ে গেলেই বিকল সিসি ক্যামেরাসহ সবকিছুই দ্রুত মেরামত করা হবে।