ঢাকাWednesday , 7 August 2024
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীতে কোয়ার্টার নিয়ে রমরমা ‘ভাড়াবাণিজ্য’

তারেক হাবিব
August 7, 2024 12:11 pm
Link Copied!

পূর্বাঞ্চল রেলওয়ের শায়েস্তাগঞ্জ জংশন এলাকার কর্মচারীদের জন্য বরাদ্দকৃত স্টাফ কোয়ার্টার নিয়ে চলছে রমরমা ভাড়াবাণিজ্য। এক শ্রেণির কর্মচারীরা কোয়ার্টার বরাদ্দ নিয়ে নিজেরা না থেকে ভাড়া দিয়ে আয় করছেন বাড়তি টাকা। অনেকেই আবার অবৈধভাবে অতিরিক্ত ঘর তুলে সেসব ভাড়া দিচ্ছেন বাহিরাগতদের কাছে।

প্রভাবশালীরা কোয়ার্টারের জরাজীর্ণ ও পরিত্যক্ত আঙিনা দখল করে গড়ে তুলছেন বিভিন্ন স্থাপনা। স্টাফ কোয়ার্টার ঘিরে রমরমা এ ব্যবসা চললেও তদারকি নেই রেলওয়ে কর্তৃপক্ষের। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রেলওয়ের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত রেলওয়ে স্টেশন কলোনিতে গেলেই চোখে পড়ে এমনই অনিয়মের চিত্র। দেখে বোঝা উপায় নেই এটি কোনো সরকারি কলোনি কি না।

কোয়ার্টারে বসবাসরত ভাড়াটিয়া সুত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রেলওয়ের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত স্টাফ কোয়ার্টারের ৯৯ ভাগই ভাড়া দিয়ে দিয়েছেন কর্মচারীরা। কেউ ই থাকেন না সেখানে। কেউ কেউ আবার কোয়ার্টার ভাড়া নিয়ে বানিয়েছেন গুদাম ঘর। আবার কোন কোয়ার্টারে হয়েছে ক্লাব, আড্ডা, ভিন্ন কিছু। গত সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রেলওয়ের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত রেলওয়ে স্টেশন কলোনিতে গেলেই চোখে পড়ে আজব চিত্র।

জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সরীর ফার্মাসিস্ট সাদিকা ইয়াসমিনের জন্য বরাদ্দকৃত বাসাটি ভাড়া নিয়েছেন রেলওয়ে কর্মচারী (ওয়েম্যান) জুয়েল। ফার্মাসিস্ট সাদিকা ইয়াসমিনের জন্য বরাদ্দকৃত কোয়ার্টারের পর নির্ধারিত বাড়তি জায়গায় নিয়মের বাহিরে তিনি তুলেছেন পাকা ঘর, অবৈধ পাকা ঘরে ব্যবহার করা হয়েছে রেলওয়ের বিদ্যুৎ।

নিজের জন্য বরাদ্দকৃত বাসাটাতেও থাকেন না সাদিকা ইয়াসমিন। ২ হাজার ৫’শত টাকা অন্যটা ৫ হাজার টাকায় ভাড়া দিয়েছেন তিনি। সাদিকা ইয়াসমিন থাকেন ঢাকাতে মাঝে মাঝে ট্রেনে এসে শায়েস্তাগঞ্জ এবং আখাউড়াতে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। দুই জায়গায় দায়িত্ব থাকায় কাজে ফাঁকি দিতে সুবিধা হয় তার। এ ব্যাপারে ভাড়াটিয়া রেলওয়ে কর্মচারী (ওয়েম্যান) জুয়েলের সাথে সরাসরি যোগযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। আমি সাদিকা ম্যাডামের কাছ থেকে ভাড়া নিয়েছি। প্রতি মাসে ওনাকে আমার ২ হাজার ৫’শ টাকা ভাড়া দিতে হয়’।

অভিযুক্ত সাদিকা ইয়াসমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা সবাই করছে, আমি শুধু একা করছি না, দোষ হলে সবার হবে’। কেন অবৈধভাবে পাকা ঘর তৈরি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি প্রতিবেদকের সৌন্দর্য দেখতে চান সাদিকা ইয়াসমিন। তিনি বলেন, ‘আপনাকে আমার সামনে থেকে দেখতে হবে। আপনি কত সুন্দর?