বিশেষ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হাতে মহাসড়কে আটক সিএনজি, অটোরিকশা’সহ যানবাহন ব্যক্তি মালিকানায় দিয়ে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। আটক সিএনজি থানা থেকে ছাড়া হলেও জায়গার মালিককে সিএনজি মালিক’কে গুনতে হয় ৭,০০’শ থেকে ৩,০০০ হাজার টাকা।
জানা যায়, নিয়মঅনুযায়ী মহাসড়কে হাইওয়ে পুলিশ সিএনজি অটোরিকশা’সহ ছোট বড় যানবাহন আটক করে মামলা দেয়ার পর থানায় রাখার কথা। কিন্তু শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ স্থানীয় কতিপয় ব্যক্তির সাথে হাত মিলিয়ে থানা থেকে অনেক দুরে ব্যক্তি মালিকানা জায়গায় অাটক করা সিএনজি, অটোরিকশা গুলো পাঠিয়ে দেয়। শায়েস্তাগঞ্জ উলুকান্দি এলাকায় ব্যক্তি মালিকানা জায়গায় রাখার কারণে আটক যানবাহনের মালিকরা সাপ্তাহে ৭,০০’শ, পনেরো দিনে ১৫,০০ ও ত্রিশ দিনে ৩,০০০ টাকা (দিনে ১০০ টাকা করে) করে অতিরিক্ত দিতে হয়। টাকা না দিলে গাড়ি ছাড়া হয় না।
এতে করে যানবাহন মালিকরা অতিরিক্ত টাকা পরিশোধ করতে গিয়ে মারাত্মক হয়রানির শিকার হচ্ছে। এছাড়াও গাড়ির যথাযথ নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে এখানে। ভুক্তভোগীরা জানান টমটম ও সিএনজি কম করে হলে এক সপ্তাহে থেকে পনের দিনের আগে ছাড়া হয় না। অথচ হাইওয়ে থানার সামনে খালি জায়গা থাকার পরেও হাইওয়ে পুলিশ ব্যক্তি মালিকানা জায়গায় গাড়ি রাখতে বেশ উৎসাহী।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ তৌফিকুল ইসলাম তৌফিক অভিযোগ স্বীকার করে বলেন, যানবাহন মালিকদের জায়গার ভাড়া মিটিয়েই গাড়ি নিতে হবে। যদিও যানবাহন মালিকরা এ নিয়ম আমলে নিতে ইচ্ছুক নয়।