শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা অধ্যক্ষ নিয়োগের দুর্নীতি ঢাকতে প্রাণনাশের হুমকির মিথ্যা অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 24 August 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা অধ্যক্ষ নিয়োগের দুর্নীতি ঢাকতে প্রাণনাশের হুমকির মিথ্যা অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

অনলাইন এডিটর
August 24, 2020 1:05 am
Link Copied!

ছবি: শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা।

 

স্টাফ রিপোর্টা : শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগের দুর্নীতি ঢাকতে মাদ্রাসার একজন শিক্ষার্থী অভিভাবক ও একজন সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তারা দুইজন নির্দিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্ত করার দাবি জানিয়েছেন। তারা হলেন, মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক মো. লিলু মিয়া ও সাবেক শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম।

গতকাল রোববার তারা দুইজন বলেন, মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগের দুর্নীতি ঢাকতেই আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। সাধারণ ডায়েরি করার মাধ্যমে আমাদেরকে হয়রানি করা হচ্ছে।

জানা যায়, মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাগর উদ্দিন ভূইয়া জীবনের নিরাপত্তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের দুই জনের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি জানান, মাদ্রাসার উপাধ্যক্ষ মুনয়িম আল হোসাইনকে অধ্যক্ষ নিয়োগের জন্য তারা আমাকে তদবির করে। কিন্তু আমি তাদেরকে বলি নিয়োগে আমার হাতে ক্ষমতা নেই। এটি মাদ্রাসার গর্ভনিং বডি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিষয়। একথা জানালে তারা আমাকে এলাকা ছাড়ার হুমকি দেয়। পরে ডাকযোগে রেজিস্ট্রার চিঠি পাঠিয়ে বলা হয় মুনয়িম আল হোসাইনকে নিয়োগ না দিলে তোমার প্রাণনাশের সম্ভাবণা রয়েছে। বাচতে চাইলে তাকে নিয়োগ দাও। এছাড়া মোবাইলে বার্তা দিয়ে রফিকুল ইসলামকে, তাকে নিয়োগ না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

প্রাণনাশের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে মো. লিলু মিয়া বলেন, ‘এটা হাস্যকর। নিজের দুর্নীতি ঢাকতেই তিনি এ মিথ্যা অভিযোগ করেছেন। মাদ্রাসাটি কামিল স্তরের হওয়া সত্ত্বেও তিনি মাদ্রাসাকে ফাজিল স্তর দেখিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। তা দেখার পর আমি একজন শিক্ষার্থীর

অভিভাবক হিসেবে এ নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সহ নিয়োগ সংশ্লিষ্ট দপ্তরে একই দিনে একই চিঠি পাঠাই। যার সব ডাক রশিদ আমার কাছে রয়েছে। অথচ তিনি একে প্রাণনাশের কথা বলছেন। যা সম্পূর্ণ মিথ্যা। আমি এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

অন্যদিকে মোবাইলে খুদেবার্তায় মেরে ফেলার বিষয়ে মো. রফিকুল ইসলাম বলেন, ‘এটা সম্পূণ মিথ্যা ও বানোয়াট। নিজের অপরাধ ঢাকতে তিনি এমন অভিযোগ করছেন। মেরে ফেলার কথা কোথা থেকে আসল। আমাদেরকে হয়রানি করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে।’

উল্লেখ্য, শিক্ষামন্ত্রণালয় শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসাকে কামিল স্তরের অর্ন্তভূক্ত করে। এবং কামিল এমপিও অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারিদের বেতনভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে উপেক্ষা করে কামিল মাদ্রাসাকে ফাজিল মাদ্রাসা দেখিয়ে মো. সাহাব উদ্দিনকে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে। অথচ সাহাব উদ্দিনের কামিল স্তরের অধ্যক্ষের যোগ্যতা নেই।