তারেক হাবিব \ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাসুদউজ্জামান মাসুকের পরাজয় এবং বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ অলি (ধানের শীষ) বিজয়ী হয়েছেন।
ফরিদ আহমেদ অলি শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম হাজী ময়না মিয়ার পুত্র।
শায়েস্তাগঞ্জ পৌরসভায় এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পৌরসভা নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়েছে। নির্বাচনে সাবেক মেয়র ফরিদ আহমদ অলির নিকটতম প্রতিদ্ব›দ্বী হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) মাসুদউজ্জামান মাসুক। তিনি পেয়েছেন ৩ হাজার ১’শ ৪১ ভোট।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। পৌরসভার মোট ৯টি কেন্দ্রে বৈধ ভোটাধিকার প্রয়োগ করেন ১৩ হাজার ২শ’ ৪৩জন ভোটার। এর মধ্যে ৪৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়। গতকাল রাতে সাংবাদিকদের উদ্দ্যেশ্যে এমন তথ্যই দেন জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম।
তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিশাল পরাজয়ে কেউ বিস্মিত নন। বরং অনেকে জোর দিয়েই বলেছেন, নৌকার পরাজয়ের বিষয়টি সবাই আগে থেকেই জানতেন। কেউ কেউ আবার মনে করেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার ইশারায় শায়েস্তাগঞ্জ পৌরসভায় নৌকার পরাজয় হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, গত ২২ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ রেলওয়ে মাঠে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে আবু জাহির এমপির নির্দেশনায় রাজাকার পুত্র আলমগীর চৌধুরীর নেতৃতে সাবেক এমপি কেয়া চৌধুরীর উপর হামলা চালানো হয়।
এ সময় সাবেক এমপি কেয়া চৌধুরীকে রক্ষার্থে এগিয়ে আসেন সাবেক ছাত্রলীগ নেতা ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা। মঞ্চে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানান অনেকেই। পরে বিষয়টির তীব্র নিন্দা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। আওয়ামী লীগের প্রবীণ শীর্ষ নেতারা মনে করেন ওই দিনের ঘটনাই শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে নৌকার পরাজয়ের মূল কারণ।
শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক আব্দুর রশিদ তালুকদার ইকবাল জানান, মূলত আওয়ামী লীগের বিদ্রোহীদের কারণেই নৌকার পরাজয় হয়েছে। কয়েকজন বিদ্রোহী যদি নির্বাচনে অংশগ্রহণ না করতেন তাহলে অবশ্যই আজ নৌকার জয় নিশ্চিত হত। ২২ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ রেলওয়ে মাঠে বিজয় দিবসের আলোচনা সভায় কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় নৌকার পরাজয় হতে পারে কি না জানতে চাইলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান তিনি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) মাসুদউজ্জামান মাসুকের সাথে যোগাযোগ করা হলে তিনি আক্ষেপ করে দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘আমাকে পরিকল্পীত ভাবে নির্বাচনে পরাজিত করা হয়েছে।
দলীয় মনোনয়ন দিয়ে আবার বিদ্রোহীদের উৎসাহিত করা হয়েছে। ২২ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ রেলওয়ে মাঠে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে আবু জাহির এমপির নির্দেশনায় রাজাকার পুত্র আলমগীর চৌধুরীর নেতৃতে সাবেক এমপি কেয়া চৌধুরীর উপর হামলার ঘটানাটি পরিকল্পিত। মূলত শায়েস্তাগঞ্জ পৌরসভায় নৌকার পরাজয় নিশ্চিত করতেই কেয়া চৌধুরীর উপর হামলা করা হয়েছে’।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী জানান, বিদ্রোহীদের নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে। হাইকমান্ডের কড়া নির্দেশনা থাকলে কেউ নির্বাচনে আসত না।