শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন- ২০২০ : নৌকা মাসুদুজ্জামান মাসুক : ধানের শীষ অলি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 November 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন- ২০২০ : নৌকা মাসুদুজ্জামান মাসুক : ধানের শীষ অলি

অনলাইন এডিটর
November 29, 2020 4:21 pm
Link Copied!

ছবি: শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন- ২০২০ : নৌকা মাসুদুজ্জামান মাসুক \ ধানের শীষ অলি

 

তারেক হাবিব : ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে শায়েস্তাগঞ্জ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মনোনিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মাসুদুজ্জামান মাসুক।

দলীয় সিদ্ধান্ত শেষে গতকাল শনিবার বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। এর আগে নিজেদের প্রার্থীতা ঘোষণা করে গত বুধবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের এক বিশেষ সভায় ২৮ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতা নিজেদের জীবন বৃত্তান্ত তুলে ধরে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তারা হলেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়া, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মাসুদুজ্জামান মাসুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা যুবলীগের আহŸায়ক ফজল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু ও ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম শীতল। এই ৬ জনের জীবন বৃত্তান্ত কেন্দ্রে পাঠানো হয়েছিল।

যাচাই-বাছাই শেষে নৌকার একজন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেলেন। এদিকে মনোনয়ন না পেলেও অনেকেই দলের বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, নির্বাচনে বিএনপি’র (ধানের শীষ) মনোনিত প্রার্থী হয়ে সাবেক মেয়র এমএফ আহমেদ অলি নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক জানান, দলীয় মনোনয়ন না পেলেও আমি নির্বাচনে অংশগ্রহণ করব। অতীতেও আমি দলের বিদ্রোহী হয়ে নির্বাচন করেছি। এবারও জয়ের আশায় নির্বাচনে অংশগ্রহণ করব। আশা করছি আমি পাশ করব। উপজেলা যুবলীগের আহŸায়ক ফজল উদ্দিন তালুকদার জানান, দলীয় মনোনয়ন না পেলেও জনগণের স্বার্থে, অসহায় মানুষের কল্যাণে শায়েস্তাগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে নিজেকে সেবক হিসেবে উপস্থাপন করতে নির্বাচনে অংশগ্রহণ করব। আশা করছি জনগণ আমার যোগ্যতার সঠিক বিচার করবে।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুজ্জামান মাসুক জানান, দলীয় মনোনয়ন পেয়েছি। জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব।

মনোনয়নের চিঠি নিয়ে ঢাকা থেকে আসছি। বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ছালেক মিয়ার সাথে বার বার যোগাযোগ করা চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।