শায়েস্তাগঞ্জ জাগরণী সংসদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 April 2020

শায়েস্তাগঞ্জ জাগরণী সংসদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ     চলমান  সংকটে কঠিন জীবনযাপন করছে সাধারণ মানুষ। এক ভাইরাসে তটস্থ করে রেখেছে  দেশবাসীকে। এখানকার শ্রমজীবী, খেটেখাওয়া মানুষেরা অনেকটাই অসহায়। এই দুঃসহ সময়ে মানবতার ডাকে এগিয়ে এসেছে শায়েস্তাগঞ্জের ”সুতাং জাগরণী সংসদ।
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ব্যতিক্রমধর্মী সামাজিক সংঘঠন সুতাং জাগরণী সংসদ এর উদ্দোগে শুক্রবার (৩েএ্রপ্রিল) বিকাল ৪ টায়  বাড়ি বাড়ি গিয়ে খেটে খাওয়া মানুষের  হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। জাগরণীর উদ্যোগে প্রায় ৭০-৮০ জন হতদরিদ্র মানুষকে একদিনের খাবার, চাল, ডাল, তেল ও পেয়াজ দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সুতাং জাগরণী সংসদের প্রধান উপদেষ্টা সৈয়দ গাজিউর রহমান।

ছবি : খাদ্য সামগ্রী হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিচ্ছে সদস্যরা

 সৈয়দ আতাউর রহমান সুমন, সুতাং জাগরণীর সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক, এম এ মামুন আহমেদ,কার্যকরী কমিটির সদস্য,মোঃ সজল আহমেদ সিপন, কারী শামীম আহমেদ,মোস্তফা জামান হৃদয়,  ইসমাইল হোসেন এলিন,সৈয়দ বকুল রহমান, আব্দুর রহিম জজুম,মোঃ কামরুল হোসেন, আব্দুল্লাহ পারভেজ,মোঃ শফিউদ্দিন তুষার প্রমুখ।
”সুতাং জাগরণী সংসদ” এর  গঠন করা তহবিলে বিশেষ  অনুদান দেন, সৈয়দ তাজিন আহমেদ, সৈয়দ উজ্জল আহমেদ, সৈয়দ জসিম আহমেদ,মোঃ নাজিম উদ্দিন সুজন,সৈয়দ রতন মিয়া, মো আব্দুস শহীদ, নৌবাহিনীর  নাজমুল হাসান রুবেল,জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয় এর ইংরেজী বিভাগের ছাত্র খন্দকার জাবেদ জিলানী,  নুসরাত ও  তন্নী ও ফেরদৌসী আক্তার প্রমুখ।

শায়েস্তাগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়