শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জীপ গাড়ি হস্তান্তর! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 July 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জীপ গাড়ি হস্তান্তর!

Link Copied!

 

 

 

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ দেশের ৪৯২তম উপজেলা। শায়েস্তাগঞ্জের ব্রাহ্মনডোরা, নুরপুর, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ পৌরসভা নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে নবসৃষ্ট শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জীপ গাড়ি হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি জীপ গাড়ি ও চাবি হস্তান্তর করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের কাছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল জীপ গাড়ি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ জুন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রথম চেয়ারম্যান হন আব্দুর রশিদ তালুকদার ইকবাল।