ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে হবিগঞ্জ জেলার তিনটি উপজেলার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সিলেট আঞ্চলিক অফিসের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব। অপরদিকে তিনটি উপজেলায় মোট ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাঁচগ্রাম ঐক্য পরিষদের সভাপতি আতাউর রহমান মাসুক, সুরুজ আলী, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মুহিবুল ইসলাম শাহিন এবং হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ। রোববার (৫ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব জানান, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ না করে তথ্য গোপন করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আতাউ রহমান মাসুক, সুরুজ আলী। এজন্য তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং ঋণ খেলাপি হওয়াতে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুহিবুল ইসলাম শাহিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী ৬ মে থেকে ৮ মে পর্যন্ত জেলা প্রশাসক বরাবর প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে হবিগঞ্জ সদর উপজেলা, লাখাই উপজেলা এবং শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে।